
আপি আপনার মত সুন্দর বান দেখে লোভ হয়েছিল,তাই দেখে বানিয়েছি,কিন্তু কচু রাধুনি আমি এসবেতো এতই কাচা ,দেখে দেখে ও ব্যর্থ হই😭😭আপি উপরে ফুলছে কিন্তু ভেতরে কাচা শক্ত কাই😭,আমি আমি আটা দিয়ে বানাইছি বলে কি,কিন্তু আমি পারফেক্ট করে বানাতে চাই আপি,যদি একটু ফু দিয়ে দোয়া করে দিতেন❤️এত সুন্দর বান,আরো অন্যান্য রেসিপি জাস্ট অসাধারন


Tasnuva lslam Tithi @Tasnuva28
আপু ভালোই তো হয়েছে।আর বারবার বানাতে বানাতে ইনশাআল্লাহ পারফেক্ট হবে।আর আটা না দিয়ে ময়দা দিয়ে করবেন । ইনশাআল্লাহ অনেক ভালো হবে।
আর আপনি তো অনেক ভালো রান্না করেন আপু।
এমন অনেক রান্না আছে তা আপনি এতো ভালো পারেন, কিন্তু আমি পারিনা।এরকম হয় আপু।আপনার জন্য রইল অনেক ভালোবাসা ও আন্তরিক ধন্যবাদ ❤️❤️
আর আপনি তো অনেক ভালো রান্না করেন আপু।
এমন অনেক রান্না আছে তা আপনি এতো ভালো পারেন, কিন্তু আমি পারিনা।এরকম হয় আপু।আপনার জন্য রইল অনেক ভালোবাসা ও আন্তরিক ধন্যবাদ ❤️❤️

Asma Akter Tuli @Asma_tuli
@Tasnuva28 ধন্যবাদ আপি,আমি আবার চেষ্টা করো,এটা ভেতরে পুরাই কাচা থেকে গেছে,আমি প্রায় 1 ঘন্টার বেশি ডো ঢেকে রেখেছি,এটা কি আরো বেশি সময় নিয়ে ঢেকে রাখলে কি হবে

Tasnuva lslam Tithi @Tasnuva28
@cook_29155002 না আপু ডো টা হয়তো মাখা হয়নি ভালো করে আর বেক করায় কোন সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। ইনশাআল্লাহ সামনের বার অনেক ভালো হবে আপু
