দই ফুচকা (doi fuchka recipe in Bengali)

Jhuma Acherjee
Jhuma Acherjee @cook_22347827

দই ফুচকা (doi fuchka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
2জন
  1. 1 কাপময়দা
  2. 1 কাপসুজি
  3. 1চিমটি খাবার সোডা
  4. পরিমান মতোসাদা তেল
  5. পরিমাণ মতোটক দই
  6. 2টা সেদ্ধ আলু
  7. পরিমান মতোসেদ্ধ ছোলা
  8. 1টা বড় পেঁয়াজ কুচি
  9. 1টা বড় শসা কুচি
  10. 4 টে লঙ্কা কুচি
  11. স্বাদমতোলবণ ও চিনি
  12. স্বাদমতোঝুরি ভাজা
  13. স্বাদমতোটমেটো সস
  14. প্রয়োজন মতোসর্ষের তেল
  15. 1/2চা চামচধোনে জিরে গুঁড়ো
  16. 1 টাশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে জিরে, ধোনে ও শুকনো লঙ্কা একসাথে খালি করাই তে নেড়ে মিস্কি তে ডাস্ট কোরে নিতে হবে। এরপর ময়দা, সুজি ও খাবার সোডা দিয়ে ভালো কোরে মিশিয়ে জল দিয়ে নরম নরম কোরে মেখে নিতে হবে এরপর একটি ভিজে কাপড় দিয়ে 20-25মিনিট ডেকে রেখে দিলাম

  2. 2

    এরপর ছোট ছোট লেচি কেটে পাতলা কোরে বেলে নিলাম,একটা গোলাকার কিছু দিয়ে ছোট ছোট কোরে গোল কোরে কেটে নিতে হবে। কড়াই তে সাদা তেল গরম করতে দিতে হবে, তেল গরম হলে লুচির মত কোরে ভেজে তুলে নিতে হবে

  3. 3

    এরপর টক দই একটি বাটিতে নিয়ে লবন ও চিনি দিয়ে ভালো কোরে ফেটিয়ে নিলাম, এরপর সেদ্ধ আলু টা সর্ষের তেল, লবন আর আগে কোরে রাখা মসলার গুঁড়ো, পিয়াজ ও সেদ্ধ ছোলা দিয়ে ভালো কোরে মেখে নিতে হবে

  4. 4

    এরপর একটি প্লেটে ভাজা ফুচকা গুলি সাজিয়ে তার মরদে আলু মাথা টা ভোরে দিতে হবে আর ওপর থেকে লংকা, পিয়াজ ও শসা কুচি দিয়ে আর তার ওপর সেদ্ধ ছোলা ও ফেটানো টক দই ও সস দিয়ে দিতে হবে আর শেষে ওপর থেকে জুড়ি ভাজা ছড়িয়ে পরিবেশন করুন। দারুন টেস্টি দই ফুচকা,সন্ধে টা একেবারে জমে যাবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jhuma Acherjee
Jhuma Acherjee @cook_22347827

Similar Recipes