মুচমুচে মুড়ির মোয়া (muchmuche murir moya recipe in Bengali)

Jhuma Acherjee
Jhuma Acherjee @cook_22347827

মুচমুচে মুড়ির মোয়া (muchmuche murir moya recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
4জন
  1. 200গ্ৰাম আখের গুড়
  2. 100গ্ৰাম মুড়ি
  3. 50গ্ৰাম কাজু বাদাম
  4. 50 গ্রামকিসমিস
  5. পরিমাণ মতো এলাচ গুঁড়ো
  6. 2 টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    প্রথমে মুড়ি গুলো চালনি দিয়ে চেলে নিতে হবে, তারপর কড়াই গরম করে শুকনো করাই তে মুড়ি গুলো একটু নেড়ে মুচমুচে কোরে নিতে হবে

  2. 2

    এরপর করাই তে দু চামচ গী দিয়ে তার ওপর গুড় দিয়ে হবে,গুড় গুলো আগে থেকে ছোট ছোট গেঙে রাখতে হবে

  3. 3

    এরপর আঠা আঠা কোরে গুড় টা কে পাক দিতে হবে ।এরপর গুরের মরদে এলাচ গুঁড়ো, কিসমিস, কাজু দিয়ে দিতে হবে,বার বার নাড়তে হবে গুড় টা কে্যা‌তে নিচে না লেগে যাই। এরপর মুড়ি গুলো গুরের মরদে দিয়ে ভালো কোরে গুরের সাথে মাখিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর গরম গরম মিশ্রণ টা কে হাতে নিয়ে, যেমন ইচ্ছা ছোট বড় আকৃতির গোল কোরে নিতে হবে। পাশে ঠান্ডা জল রাখতে হবে হাত শুকিয়ে গেলে হাতে লাগিয়ে নিতে হবে।নিন তৈরী হয়ে গেলো মুচমুচে মুড়ির মো...

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jhuma Acherjee
Jhuma Acherjee @cook_22347827

Similar Recipes