পাঁচ মেশানো সবজি(pach meshano sabji recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

#ঠাকুরবাড়িররান্না

পাঁচ মেশানো সবজি(pach meshano sabji recipe in Bengali)

#ঠাকুরবাড়িররান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১টা আলু
  2. ১ফালি কুমড়ো
  3. ৪টে পটল
  4. ২টো ঝিঙে
  5. ৪টে বরবটি
  6. ১ফালি কাঁচা পেঁপে
  7. ১টা গাজর
  8. ১/২ কাপ দুধ
  9. ২চা চামচ চালের গুঁড়ো
  10. ১চা চামচ পাঁচফোড়ন
  11. ৪-৫টা কাঁচা লঙ্কা
  12. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  13. ১চা চামচ আদা থেঁতো করা
  14. স্বাদ মতনলবণ ও চিনি
  15. পরিমাণমতোসর্ষে তেল
  16. ১চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সব সবজি ডুমো করে কেটে নিন। বরবটি টুকরো করে কেটে নিন।

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন ও আদা থেঁতো দিন। সুগন্ধ বের হলে সব সবজি দিয়ে দিন। ভাজা ভাজা করুন।

  3. 3

    স্বাদ মতন লবণ ও হলুদ দিয়ে কষিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন। সবজি সেদ্ধ হয়ে এলে দুধের মধ্যে চাল গুঁড়ো গুলে সবজি তে ঢেলে দিন। চিনি ও কাঁচা লঙ্কা দিন। ভালো করে মিশিয়ে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes