নিরামিষ সব্জি পোলাও(Niramish sabji polao recipe in Bengali)

SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi

#ক্যুইক ফিক্স ডিনার

নিরামিষ সব্জি পোলাও(Niramish sabji polao recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20-25 মিনিট
2 জন
  1. 1 কাপচাল
  2. 5-6টি পটল
  3. 5-6টি আলু
  4. 1টি টমেটো কুচি
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. 1 চা চামচআদা বাটা
  7. 1 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1 চা চামচজিরা গুঁড়ো
  9. 1 চা চামচচিনি
  10. 1 চা চামচধনে গুঁড়ো
  11. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  12. 2টেবিল চামচ সাদা তেল
  13. 1টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

20-25 মিনিট
  1. 1

    পটল এর উপরের অংশ চেঁচে নিতে হবে। আস্ত রেখে গা চিড়ে দিতে হবে। তেল সামান্য গরম হলেই পটল দিয়ে নুন আর হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে দিন। ঢাকা না দিলে পটলের বীজ ছিটকে আসতে পারে। বেশি গরম তেলে পটল ছাড়তে গেলেও একই সমস্যা হতে পারে। তাই ঢাকা দিয়ে ভেজে নিন। ভাজা হয়ে গেলে ঢাকা না খুলে একপাশে সরিয়ে রাখুন। গোটা পটল ভাজার ক্ষেত্রে অসুবিধা হলে অর্ধেক করে কেটে নিতে পারেন। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেজে নিন।

  2. 2

    অন্য পাত্রে তেল গরম করে টমেটো কুচি ও নুন দিয়ে ভাজুন।

  3. 3

    টমেটো সেদ্ধ হয়ে গেলে বাকি সব মশলা দিয়ে কষিয়ে নিন

  4. 4

    আলু ও পটল দিয়ে নাড়তে থাকুন

  5. 5

    মশলা মাখা মাখা হলে ভাত মিশিয়ে দিন।

  6. 6

    ভালো করে মিশিয়ে নিন

  7. 7

    ঘি ও গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi
রান্না শেখার একটা চেষ্টা করছি মাত্র
আরও পড়ুন

Similar Recipes