মিষ্টিদই (mishti doi recipe in Bengali)

Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani

#ডিলাইটফুল ডেজার্ট

বাঙালির খাবারের শেষপাতে দই হবেনা তাইকি হয় ??? খুবই সহজ ঘরোয়া পদ্ধতিতে মিষ্টিদই

মিষ্টিদই (mishti doi recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট

বাঙালির খাবারের শেষপাতে দই হবেনা তাইকি হয় ??? খুবই সহজ ঘরোয়া পদ্ধতিতে মিষ্টিদই

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. ১ লিটার দুধ
  2. ৪ টেবিল চামচ চিনি (ক্যারামেলের জন্য)
  3. ৫ টেবিল চামচ চিনি দুধের মধ্যে দেওয়ার জন্য (স্বাদ মতো)
  4. ১/২ কাপ  জল ঝরানো টকদই

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে ১ কাপ দই একটা ছাকনি অথবা পাতলা সূতী কাপড়ের মধ্যে রেখে খুব ভালো করে জল ছেঁকে নিতে হবে ।

  2. 2

    এবার প্যান গরম করে তাতে ৪ টেবিলচামচ চিনি ঢেলে দিতে হবে ক্যারামেল করার জন্য ।এবার তারউপর ২ টেবিল চামচ জল দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে অনবরত নাড়তে হবে ।

  3. 3

    মিনিট ৭-৮ পর চিনির রংটা যখন এইরকম হবে তখন বুঝতে হবে ক্যারামেল রেডি ।

  4. 4

    ঠিক সেই মুহূর্তেই ১/২ কাপ দুধ ঢেলে দিয়ে অনবরত নাড়তে হবে ।

  5. 5

    এইবার বাকী দুধটাও প্যানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়তে হবে কন্টিনিউ।

  6. 6

    একটু ফুটে উঠলে চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে মাঝারি আঁচে আরও ১৫ মিনিট । ভালোকরে নেড়ে নেড়ে জ্বাল দিতে হবে যাতে কোনো সর না পড়ে ।

  7. 7

    অন্যদিকে একটা বাটিতে জল ঝরানো টকদই নিয়ে খুব ভালো করে ফেটাতে হবে ১ মিনিট মতো সময় নিয়ে । যাতে দইটা পুরো স্মুথ হয়ে যায় ।

  8. 8

    দুধটা জ্বাল দেওয়ার পর যখন পুরো অর্ধেক পরিমাণে চলে আসবে তখন নামিয়ে নিতে হবে ।

  9. 9

    এবার দুধটা বেশ খানিকটা ঠান্ডা করে নিতে হবে, মানে হাল্কা হাল্কা গরম থাকবে যাতে একটা আঙুল ডুবিয়ে রাখা যায় ।

  10. 10

    অন্য দিকে দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে । পুরো ১/২ কাপ

  11. 11

    এবার ওইপ্যানের মধ্যে ঠান্ডা হতে দেওয়া দুধে ফেটানো দই দিয়ে মিশিয়ে খুব ভালো করে আবার ফেটাতে হবে।

  12. 12

    ফেটাতে ফেটাতে (৬-৭ মিনিট) যখন দুধের উপর এরকম অসংখ্য বুদবুদ তৈরি হবে, তখন বুঝতে হবে দই পাতানোর জন্য একদম রেডি ।

  13. 13

    আমি সবকটা ভাড়ে ঢেলে নিলাম ।

  14. 14

    কত সুন্দর করে বুদবুদ তৈরি হয়েছে । একদম দোকানের মতো । এবার এগুলো ফয়েলপেপার অথবা যেকোনো প্লেট দিয়ে ঢেকে ৬ - ৭ ঘন্টার জন্যে গরম জায়গায় রেখে দিতে হবে । তাতে দই খুব ভালো করে সেট হবে ।

  15. 15

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani
Love to cook and clickMy Insta ac @mithai.roy
আরও পড়ুন

মন্তব্যগুলি (14)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
বাহ!! বেশ ভালো তো!👌আমিও কিছু নতুন রেসিপি করেছি দেখে কমেন্ট দিও। আর ভালো লাগলে অনুসরণ🌹

Similar Recipes