স্পাইসি পাও ভাজি (spicy pav bhaji recipe in Bengali)

Deepsikha Das
Deepsikha Das @cook_24935253

জনপ্রিয় স্ট্রিটফুড পাউভাজি ( পাও অর্থাৎ পাউরুটি আর ভাজি অর্থাৎ সবজি )
#স্পাইসি

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ১/২ কাপ সেদ্ধ করা আলু
  2. ১/২ কাপ ক্যাপ্সিকাম কুচি
  3. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  4. ১/২ কাপ টমেটো কুচি
  5. ১/২ কাপ গাজর,ফুলকপি কুচি
  6. ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি
  7. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  8. ১ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো
  9. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১ টেবিল চামচ পাওভাজি মসলা
  13. ১ চা চামচ আদা বাটা
  14. ২ টেবিল চামচ বাটার
  15. ২টি পাও
  16. স্বাদ অনুযায়ীপেঁয়াজ কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ভাজির জন্য প্রথমে সব সবজি গুলো ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে।
    এবং আলু সেদ্ধ করে ম্যাস করে নিতে হবে।

  2. 2

    একটা ফ্রাইং প্যান গ্যাসের বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিতে হবে,
    তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে,
    পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে টমেটো কুচি ও কাচা লঙ্কা কুচি দিয়ে আবার হালকা করে একটু ভেজে নিতে হবে ।টমেটো নরম হয়ে গেলে তাতে ক্যাপ্সিকাম কুচি,ফুলকপি কুচি,গাজর কুচি, দিয়ে আবার একটু ভেজে নিতে হবে।

  3. 3

    এবার আদা বাটা ও সব মসলা ও সামান্য লবণ ও জল দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে।
    মসলা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে সেদ্ধ করা আলু টা দিয়ে দিতে হবে।
    এবার সবকিছু ভালোভাবে মিক্স করে একটা ম্যাসার এর সাহায্যে ভালো করে সব সবজি ম্যাস করে দিতে হবে।
    সবকিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে তাতে সামান্য জল ও নুন দিয়ে আবার ভালো করে মিক্স করতে হবে।
    জলটা অনেকটা শুকিয়ে এলে উপর থেকে বাটার ধনেপাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে আবার একবার ভাল করে মিক্স করে নামিয়ে নিতে হবে।

  4. 4

    এবার পাও গুলো মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিতে হবে।
    পাত্রে সামান্য একটু বাটার দিয়ে পাওভাজি মশলা দিয়ে পাও টা দিয়ে
    বাটারে ভালো করে সেঁকে নামিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর একটা সারভিং প্লেট এ পাওভাজি, পেঁয়াজকুচি, বাটার আর লেবু,ধনেপাতা ও কাচাঁ লঙ্কা দিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Deepsikha Das
Deepsikha Das @cook_24935253

Similar Recipes