প্রন বিরিয়ানি (prawn biriyani recipe in Bengali)

Flavors by Soumi
Flavors by Soumi @Soumi_Nag
Kolkata

#ডিনার
#এসোবসোআহারে
খুব চটজলদি তৈরি হয়ে যাওয়া একটি ওয়ান পট মিল।যা লাঞ্চ বা ডিনার দুটোর জন্যেই আদর্শ। খেতেও ভারী সুস্বাদু।

প্রন বিরিয়ানি (prawn biriyani recipe in Bengali)

#ডিনার
#এসোবসোআহারে
খুব চটজলদি তৈরি হয়ে যাওয়া একটি ওয়ান পট মিল।যা লাঞ্চ বা ডিনার দুটোর জন্যেই আদর্শ। খেতেও ভারী সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম মিডিয়াম সাইজ প্রণ বা চিংড়ি
  2. ৩ কাপ বাসমতি চাল
  3. ২ টি বড় পেঁয়াজ কুচি
  4. ১ টেবিল চামচ আদা-রসুন বাটা
  5. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. ২ চা চামচ বাজার চলতি যেকোনো বিরিয়ানি মশলা
  7. ১/২ কাপ দই
  8. ১ টি ছোট টমেটো
  9. ১/২ কাপ নারকেলের দুধ
  10. ১/৪ কাপ ধনেপাতা কুচি
  11. ২ টেবিল চামচ ঘি
  12. ১ চা চামচ গোটা গরম মশলা
  13. ১ চা চামচ হলুদ
  14. ৩ চা চামচ নুন
  15. ১/২ চা চামচ চিনি
  16. ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে আধঘন্টা।

  2. 2

    এবার কড়াই এ সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে চিঙড়ি ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    এবার একদম ঝরঝরে করে ভাত করে নিতে হবে পরিমান মতো নুন আর সামান্য গোটা গরম মশলা জলে দিয়ে।

  4. 4

    এবার করাই এ চিংড়ি ভাজা তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়, একে একে পেঁঁয়াজ,আদা-রসুন বাটা,কাচা লঙ্কা বাটা আর সবশেষে টমেটো কুচি ও ধনেপাতা দিয়ে কষিয়ে নিতে হবে।

  5. 5

    এবার এতে নুন ও চিনি দিয়ে,ফেটানো টক দই দিয়ে নাড়া চাড়া করে,একে একে বিরিয়ানি মশলা সহ সব গুড়ো মশলা দিয়ে দিতে হবে ও কষাতে হবে।

  6. 6

    এবার এতে নারকেলের দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা চিংড়ি গুলো দিয়ে দিতে হবে।

  7. 7

    এবার তৈরি করে রাখা ভাত চিংড়ির ওপর দিয়ে ছড়িয়ে এর অপর ঘী ও চেরা কাঁচালঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে ১০ মিনিট দম এ রেখে গ্যাস বন্ধ করে আরও ১৫ মিনিট পরে ভালো করে মিশিয়ে সার্ভ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Flavors by Soumi
Flavors by Soumi @Soumi_Nag
Kolkata
follow me on instagram @globaldesieats
আরও পড়ুন

Similar Recipes