আলু-ফুলকপির ডালনা (Aloo-Fulkopir dalna recipe in Bengali)

Mahua Chakraborty Swami
Mahua Chakraborty Swami @Mahua28_6_11
Guwahati

#ebook2 পৌষ পার্বণ/ সরস্বতী পুজো

আলু-ফুলকপির ডালনা (Aloo-Fulkopir dalna recipe in Bengali)

#ebook2 পৌষ পার্বণ/ সরস্বতী পুজো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০ গ্ৰাম ফুলকপি
  2. ২০০ গ্ৰাম আলু
  3. স্বাদমতো নুন
  4. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  5. পরিমাণ মতো সর্ষে তেল
  6. ২ টি তেজপাতা
  7. ১/২ চা চামচ গোটা জিরে
  8. প্রয়োজন অনুযায়ী গোটা গরম মসলা (২ টি এলাচ, ১" দারচিনি)
  9. ১ টেবিল চামচ আদা বাটা
  10. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  11. ২ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১ চা চামচ কশ্মিরি লাল লঙ্কার গুঁড়ো
  13. ১ চা চামচ চিনি (ঐচ্ছিক)
  14. ১ টি বড় টমেটো ডুমো করে কেটে নেয়া
  15. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  16. ১ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু ও ফুলকপি টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে ফুলকপি আলু আলাদা আলাদা করে ভিজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার একই কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মসলা, গোটা জিরে ফোঁড়ন দিতে হবে। এরপর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, চিনি মিশিয়ে মসলা ভালোভাবে কষে নিতে হবে।

  4. 4

    মসলা ভালোভাবে কষে এলে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে আরো কিছু সময় মশলার সাথে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিতে হবে আর টুকরো করা টমেটোগুলো দিয়ে নেড়েচেড়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে, আলু ফুলকপি সেদ্ধ হয়ে এলে ও জল কিছুটা শুকিয়ে এলে গরম মশলা গুঁড়ো ও ঘি মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি আলু ফুলকপির ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Chakraborty Swami
Guwahati

মন্তব্যগুলি (18)

Similar Recipes