চিলি পনির(chilli paneer recipe in bengali)

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

এটি ১টি সুস্বাদু ইন্দো চাইনিজ ডিশ।

চিলি পনির(chilli paneer recipe in bengali)

এটি ১টি সুস্বাদু ইন্দো চাইনিজ ডিশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
১ জন
  1. ১০০ গ্ৰাম পনির
  2. ১টি ক‍্যাপসিকাম
  3. ১টি পেঁয়াজ
  4. ১টি টমেটো
  5. স্বাদ অনুসারেলবণ
  6. ১চা চামচ টমেটো সস
  7. ১চা চামচ সয়াসস
  8. ১চা চামচ চিলিসস
  9. ১চা চামচ মধু
  10. পরিমাণ মতোপেয়াজকলি (সাজানোর জন্য)
  11. প্রয়োজন অনুযায়ীচিনাবাদাম(সাজানোর জন্য)
  12. ১চা চামচ দ ই
  13. ৪কোয়া রসুন
  14. পরিমাণ মতোসাদাতেল
  15. ১চা চামচ লাল লঙ্কার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    ১মে ক‍্যাপসিকাম পেয়াজ টমেটো টুকরো টুকরো করে কেটে নিবেন।এরপর কড়াইতে সাদা তেল দিবেন।তেল গরম হলে পনিরগুলো হালকা করে ভেজে নিবেন।

  2. 2

    এরপর তেলের মধ্যে রসুন কুচি দিবেন।রসুনটা ভাজা হলে পেয়াজ টমেটো ক‍্যাপসিকাম গুলো হালকা করে ভেজে নিবেন।এরপর একে একে টমেটোসস সয়াসস চিলিসস লঙ্কার গুড়ো দিয়ে একটু নাড়াচাড়া করবেন।এরপর লবণ দিবেন।

  3. 3

    তারপর পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবেন।এরপর মধু দিয়ে নাড়াচাড়া করে চিলি পনিরটি নামিয়ে ফেলবেন।এরপর ১টি ডিশে পেয়াজকলি দ ই চিনাবাদাম পেয়াজকুচি দিয়ে চিলি পনিরটি আপনার পছন্দ মতো সাজিয়ে নিবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

Similar Recipes