কাঁচালঙ্কা ও রসুন বাটায় দেশি মুরগি কষা(kachalonka o rasun batay desi moorgi kosha recipe)

Tania Saha
Tania Saha @cook_15866847
Calcutta

কাঁচালঙ্কা ও রসুন বাটায় দেশি মুরগি কষা(kachalonka o rasun batay desi moorgi kosha recipe)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫মিনিট
৭-৮জন
  1. ১কেজি দেশি মুরগির মাংস
  2. ৩টেবিল চামচ রসুন বাটা
  3. ২টেবিল চামচ টমেটো কেচাপ
  4. ১ .৫ টেবিল চামচ লঙ্কা বাটা
  5. ১টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  6. ১চা চামচ হলুদের গুঁড়ো
  7. স্বাদমতনুন
  8. প্রয়োজনমতো রান্নার জন্য সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩৫মিনিট
  1. 1

    সব উপকরণ এক জায়গায় করে নিতে হবে |

  2. 2

    মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে |

  3. 3

    তারপর রসুনবাটা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে ১ঘন্টা রাখতে হবে |

  4. 4

    গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তেল গরম করতে হবে |তেল গরম হবে তারপর মাংস দিয়ে ভাজতে হবে |

  5. 5

    মাংস প্রায় ৩-৪মিনিট ভাজার পরে টমেটো কেচাপ, লঙ্কা ও হলুদের গুড়ো সব দিতে হবে |

  6. 6

    ভালো করে কষাতে হবে |প্রায় ১০মিনিট অল্প আঁচে |

  7. 7

    কষানোর পরে যখন মসলা আর তেল আলাদা হবে

  8. 8

    তারপর পরিমানমতো জল আর স্বাদমত নুন দিয়ে ফুটতে দিতে হবে |

  9. 9

    ঝোল ফুটে ঘন হয়ে মাংস সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে কিছুক্ষন স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন রসুন ও কাঁচা লঙ্কা বাটায় দেশি মুরগি কষা |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tania Saha
Tania Saha @cook_15866847
Calcutta
ভালোবাসি রান্না করতেআর ফুডফোটোগ্রাফি করতে
আরও পড়ুন

Similar Recipes