চিকেন পকোড়া (Chicken Pokoda recipe in Bengali)

Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia

#উইন্টারস্ন্যাক্স

চিকেন পকোড়া (Chicken Pokoda recipe in Bengali)

#উইন্টারস্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্ৰাম বোনলেস চিকেন ছোট কিউব করে কাটা
  2. ১ কাপ পেঁয়াজ বাটা
  3. ১ টেবিল চামচ রসুন বাটা
  4. ১ টেবিল চামচ আদা বাটা
  5. ১/২ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. ১ টেবিল চামচ পাতিলেবুর রস
  7. স্বাদমতোনুন
  8. ২ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  9. ব্যাটারের জন্য:-
  10. ১ কাপ কর্নফ্লাওয়ার
  11. ১/২ কাপ ময়দা
  12. ১ টেবিল চামচ বেসন
  13. ১/২ চা চামচ খাবার সোডা
  14. স্বাদমতোনুন ও চিনি
  15. পরিমাণ মতো জল
  16. পরিমাণ মতোভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটি পাত্রে চিকেনের টুকরো নিয়ে তার মধ্যে নুন লঙ্কার গুঁড়ো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ১ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    অন্য একটি পাত্রে কনফ্লাওয়ার ময়দা বেসন নুন চিনি খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঘন ব্যাটার বানাতে হবে।

  3. 3

    কড়াইতে সাদা তেল গরম করে ৪ টেবিল চামচ গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এবার চিকেনের টুকরো একটা একটা করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে।

  5. 5

    পকোড়া গুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে গরম গরম পরিবেশন করুন।

  6. 6

    শীতের সন্ধেতে গরম গরম চিকেন পকোড়া জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia
I Love Cooking....& I Love Eating....
আরও পড়ুন

Similar Recipes