নিরামিষ বাঁধাকপির ঘন্ট(niramish bandhakopir ghonto recipe in Bengali)

Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

#GA4
#Week14
Week 14 এর ধাঁধা থেকে আমি বাঁধাকপি বেছে নিয়েছি।

নিরামিষ বাঁধাকপির ঘন্ট(niramish bandhakopir ghonto recipe in Bengali)

#GA4
#Week14
Week 14 এর ধাঁধা থেকে আমি বাঁধাকপি বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০
  1. ১ টা বাঁধাকপি
  2. ২ টো মাঝারি আলু
  3. ২টো টমেটো
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১চা চামচ জিরা গুঁড়ো
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১চা চামচ চিনি
  10. ১/২চা চামচ পাঁচফোঁড়ন
  11. ২টো তেজপাতা
  12. ১টা গোটা শুকনো লঙ্কা
  13. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. পরিমানমতসর্ষের তেল
  15. স্বাদমতলবণ

রান্নার নির্দেশ সমূহ

৩০
  1. 1

    বাঁধাকপি আর আলু কেটে ধুয়ে পরিস্কার করে নিন। একটা বাটিতে আদাবাটা, জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একসাতে নিয়ে সিমমানো জল দিয়ে একটা পেষ্টবানিয়ে নিন।

  2. 2

    এবার কড়াই গরমকরে আলু টা নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নিন। ঐ তেলে গোটা শুক্ষ্মলঙ্কা তেজপাতা আর পঁচফোঁড়ন ফোঁড়ন দিন।

  3. 3

    এবার তেলে টমেটো টা দিয়ে সামানো লবণ দিয়েদিন টমেটো টা একটু নরম হলে জোলে গোলা মসলা টা দিয়ে একটু কশিয়ে আলু টা দিয়ে একটু কশিয়ে বাঁধাকপিটা দিয়ে পরিমানমত লবণ দিয়ে গেসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করুন।

  4. 4

    বাঁধাকপি নরমহয়ে জল ছেরছ দিলে আলুটা একটু নরম হয়ে আসলে ঢাকনা সরিয়ে জর আঁচে রান্না করুন একটু মাখো মাখো হলে চিনিটাদিয়ে রান্না করুন। বাঁধাকপি শুক্ষ্মহয়ে আসলে নামানোর আগে গরমসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

Similar Recipes