উড়িষ্যার বেসারা(Orissa Besara recipe in Bengali)

Sukanya Pramanick
Sukanya Pramanick @cook_19854274

#GA4
#Week16
Orissa

উড়িষ্যার বেসারা(Orissa Besara recipe in Bengali)

#GA4
#Week16
Orissa

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জনের
  1. ১বাটি টুকরো করা কুমড়ো
  2. ১বাটি টুকরো করা বেগুন
  3. ১বাটি টুকরো করা রাঙা আলু
  4. ১বাটি টুকরো করা পটল
  5. ১বাটি লম্বা করে কাটা বিমস
  6. ৫টা অড়হর ডালের বড়ি(দিতে ও পারো না ও দিতে পারো)
  7. ১বাটি টুকরো করা কাঁচকলা(হলুদ জলে ভিজিয়ে রাখব)
  8. ১চা চামচ গোটা সর্ষে
  9. ১চা চামচ গোটা জিরে
  10. ১চা চামচ গোটা মৌরি
  11. ১/২ছোট টুকরো আদা
  12. পরিমাণ মতোআন্দাজমতোন নারকেল কোরা
  13. ৪চা চামচ ভেজানো ছোলা
  14. ১চা চামচ আখের গুড়
  15. ১১\২ চা চামচ ঘি
  16. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে সর্ষে,মৌরি,আদা,জিরে জল দিয়ে ৩০মিনিট ভিজিয়ে রাখব।তার পর সব এক সাথে পেস্ট করে নেব ।

  2. 2

    এবার গ্যাস জেলে কড়াই বসাব ।তাতে ঘি দেব ।তার পর সব সবজি গুলো দেব ।অল্প নারাচারা করে সরষে জিরের পেস্টটা দেব ।

  3. 3

    নেরে নিয়ে এবার হলুদ আর আন্দাজ মতোন নুন দেব।তার পর ছোলা দেব।তার পর আবার ভাল করে মিশিয়ে নিয়ে জল দেব আন্দাজ মতোন ।হাই ফ্লেমে ফুটলে তার পর লো করে ঢাকা দেব

  4. 4

    ১৫মিনিট পর ঢাকা খুলে নারকেল কোরা আর গুড় দেব।তার পর অন্য জায়গায় অল্প ঘি দিয়ে বড়ি গুলো ভেজে সবজি গুলোতে দেব।

  5. 5

    ভাল করে সব সবজি সেদ্ধ হলে আর মাখা মাখা হলে গ্যাস বন্ধ করব ।

  6. 6

    এবার একটা বাটিতে ঘি দিয়ে তাতে গোটা সর্ষে আর গোটা জিরে দিয়ে গ্যাস জেলে হালকা আচে নেরে নিয়ে তরকারিতে দিয়ে দেব।মানে তরকা দেব।

  7. 7

    তাহলেই রেডি হয়ে গেল বেসারা।এবার সুন্দর ভাবে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sukanya Pramanick
Sukanya Pramanick @cook_19854274

Similar Recipes