কড়াইশুঁটির কচুরি(Koraisutir kochuri recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#homechef.friends
#gharoarecipe
লুচি বা কচুরি আমাদের সবার খুব প্রিয়. শীতকালে প্রত্যেকের ঘরে ঘরে কড়াইশুঁটির কচুরি হবেই.

কড়াইশুঁটির কচুরি(Koraisutir kochuri recipe in Bengali)

#homechef.friends
#gharoarecipe
লুচি বা কচুরি আমাদের সবার খুব প্রিয়. শীতকালে প্রত্যেকের ঘরে ঘরে কড়াইশুঁটির কচুরি হবেই.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2জন
  1. 1 কাপময়দা
  2. 1টেবিল চামচ চিনি
  3. 2টেবিল চামচ তেল
  4. স্বাদমতোলবণ
  5. কড়াইশুঁটির পুর
  6. 1/2 কাপকড়াইশুঁটি
  7. 1/4 চা চামচকালোজিরে
  8. 1/2 ইঞ্চিআদা
  9. 2কোয়া রসুন
  10. 1টেবিল চামচ ধনেপাতা
  11. 1 টিছোট কাঁচা লঙ্কা
  12. 1/4 চা চামচআমচুর পাউডার
  13. 1/4 চা চামচচিনি
  14. 1 চিমটিহিং
  15. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  16. স্বাদমতোলবণ
  17. 1/2 চা চামচশুকনো তাওরায় ভাজা মসলা(ধনে,জিরা মৌরি, শুকনো লঙ্কা)
  18. 1টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ময়দার মধ্যে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে. এবার তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে জল দিয়ে মেখে নিতে হবে.1 ঘন্টার জন্য ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে.

  2. 2

    মটরশুটি, আদা, রসুন, কাঁচালঙ্কা, ধনেপাতা পেস্ট করে নিতে হবে. কড়াইতে তেল দিয়ে গরম করে দিয়ে কালোজিরা, হিং ফোড়ন দিয়ে মটরশুঁটির পেস্ট দিয়ে দিতে হবে. গ্যাসের আগুন কমিয়ে দিতে হবে. লবণ, হলুদ দিতে হবে এক মিনিটের মত নাড়তে হবে. চিনি, আমচুর দিয়ে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা হলে ভাজা মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে.

  3. 3

    এক ঘণ্টা পরে ময়দা আবার একটু ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নিতে হবে. এবার একটা লেচি মধ্যে অল্প করে মটরশুঁটির পুর ভরে আবার গোল করে নিতে হবে. এবার শুকনো ময়দা/ তেল দিয়ে লেচি গুলো বেলে নিতে হবে.

  4. 4

    কড়াইতে তেল গরম করতে দিতে হবে. তেল গরম হলে বেলে রাখা কচুরি গুলো ছেড়ে পাশ থেকে তেল তুলে কচুরি উপরে দিতে হবে. এতে কচুরি ফুলে উঠবে. একপিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দিতে হবে. এইভাবে সবগুলো ভেজে নিতে হবে. গরম গরম যেকোনো তরকারি বা আলুর দম বা ছোলার ডাল, মাংস সাথে পরিবেশন করতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes