কড়াইশুঁটির কচুরি(koraishutir kochuri recipe in bengali style)

Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

কড়াইশুঁটির কচুরি(koraishutir kochuri recipe in bengali style)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
  1. ১ কাপ খোসাছারানো কড়াইশুঁটি
  2. ১/২ চা চামচ আদা বাটা
  3. ১ /২ চা চামচ কাঁচালঙ্কা বাটা
  4. ১ চা চামচ ভাজা মশলা ধনে, জিরে,মৌরি শুক্ষ্মখোলায় ভাজে গুঁড়ো
  5. ১/২ চা চামচ হিং
  6. ১ চা চামচ কাসুরি মেথি
  7. ১চিমটি হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ চিনি
  9. পরিমানমত লবণ
  10. ৫০০ গ্ৰাম ময়দা
  11. পরিমানমত সাদাতেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    ময়দা ২ চা চামচ সাদা তেল ১ চা চামচ চিনি আর পরিমান মত লবন দিয়ে মেখে ১ ঘন্টা রেখে দিন।

  2. 2

    কড়াইশুঁটি আদা আর কাঁচালঙ্কা এক সঙ্গে বেটে নিন।

  3. 3

    এবার কড়াইয়ে তেল গরম করে হিং আর ভাজা মসলা ফোঁড়োন দিয়ে বেটে রাখা কড়াইশুঁটি দিয়ে সামানো হলুদ আর শুক্ষ্মলঙ্কা পরিমানমত লবন আর চিনি দিয়ে পুর টা একটু শুক্ষ্মকরে ভেজে নিন । নামানোর আগে কাসুরি মেথি আর ভাজা মসলা দিয়ে নামিয়ে নিন।

  4. 4

    এবার ময়দা থেকে লেচি কেটে পুর ভোরে কচুরির আকারে বেলে নিন।

  5. 5

    এবার সিদাতেল গরম করে কচুরির লালচে করে ভেজে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

Similar Recipes