এগ রোল (Egg Roll recipe in bengali)

Sujata Chaudhuri
Sujata Chaudhuri @cook_26586863

#GA4 #Week21.এই সপ্তাহের ধাঁধা থেকে আমি রোল বিষয় টি বেছে নিয়ে এই রেসিপি বানালাম।

এগ রোল (Egg Roll recipe in bengali)

#GA4 #Week21.এই সপ্তাহের ধাঁধা থেকে আমি রোল বিষয় টি বেছে নিয়ে এই রেসিপি বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট।
২ জন।
  1. ২.৫ কাপ ময়দা
  2. ২ টো মুরগির ডিম
  3. ১ টি পিঁয়াজ
  4. ১ টি টমেটো
  5. ২ টেবিল চামচ চিলি সস
  6. ১/২ টুকরো লেবুর রস
  7. পরিমাণ মতো জল
  8. পরিমাণ মতো সাদা তেল
  9. স্বাদমতো নুন
  10. ৪ টি কাঁচালঙ্কা
  11. প্রয়োজন মতবাটার পেপার।

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট।
  1. 1

    প্রথমে ময়দা টাকে পরিমাণ মতো নুন ও সাদা তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে মিশিয়ে পরিমান মতো
    জল দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডিম দুটি ভেঙে পরিমান মতো নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। টমেটো, পিঁয়াজ, লঙ্কা কুচি করে কেটে নিতে হবে।

  2. 2

    এরপর রুটি র মতো বেলে প্যান এ শেকে নিতে হবে দুই দিক।তাতেই অল্প তেল দিয়ে দুই দিক ভেজে নিতে হবে। রুটি দুটি নামিয়ে ঐ প্যান এ অল্প তেল দিয়ে দুটি ডিম গোল করে ভেজে রুটি র উপর রেখে দিতে হবে।

  3. 3

    তার উপর পিঁয়াজ কুচি, লঙ্কাকুচি, টমেটো কুচি,পরিমাণ মতো চিলি সস, পরিমাণ মতো লেবুর রস দিয়ে বাটার পেপার এ রোল করে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sujata Chaudhuri
Sujata Chaudhuri @cook_26586863

Similar Recipes