রুই সর্ষে পোস্ত ঝাল (rui sorshe posto jhal recipe in Bengali)

Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

#GA4
#Week18
আমি এবারের পাজেল থেকে ফিশ বেছে নিয়েছি

রুই সর্ষে পোস্ত ঝাল (rui sorshe posto jhal recipe in Bengali)

#GA4
#Week18
আমি এবারের পাজেল থেকে ফিশ বেছে নিয়েছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ৪ টে রুই মাছের পেটি
  2. ২ চা চামচ গোটা সর্ষে
  3. ১ চা চামচ পোস্ত
  4. ৬টা কাঁচা লঙ্কা
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচ কালো জিরে
  7. ১ কাপ সর্ষের তেল
  8. স্বাদ মত লবণ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে উপরের উপকরণগুলি একত্রিত করতে হবে

  2. 2

    তারপর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আর অন্যদিকে সরষে পোস্ত কাঁচালঙ্কা অল্প লবণ দিয়ে শিলনোড়া বেটে নিতে হবে

  3. 3

    সরষে পোস্ত বাটা মশলা সামান্য কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য । তারপর নুন হলুদ মাখানো মাছ ভাল করে ভেজে তুলে নিতে হবে

  4. 4

    এবার ওই তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে বেটে রাখা সরষে পোস্ত আর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে

  5. 5

    কম আঁচে সরষে পোস্ত ভালোভাবে ভেজাল হয়ে গেল যখন মসলা থেকে তেল ছাড়তে থাকবে সেই সময় ভাজা মাছ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মসলায় কোট করে নিতে হবে

  6. 6

    এবার স্বাদমতো নুন চেরা কাঁচালঙ্কা আর সামান্য জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ১০মিনিট হতে দিতে হবে । ১০মিনিট পর তৈরি রুই সরষে পোস্ত ঝাল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

Similar Recipes