চিকেন রেজালা (chicken rezala recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

চিকেন রেজালা (chicken rezala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কিলো চিকেন
  2. ৪টে পেঁয়াজ
  3. ২চা চামচ আদা বাটা
  4. ২চা চামচ রসুন বাটা
  5. ২চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. ১৫০ গ্রাম টকদই
  7. ২চা চামচ পোস্তদানা
  8. ১৫ টা কাজুবাদাম
  9. ৫-৬ টা ছোট এলাচ
  10. ৫টা লবঙ্গ
  11. ২টো টুকরো দারুচিনি
  12. ১০-১২ টা গোটা গোল মরিচ
  13. ৪টে শুকনো লঙ্কা
  14. ২ চা চামচ মাখন
  15. ৪টেবিল চামচ ঘি
  16. ৪ টেবিল চামচ সাদা তেল
  17. ২ টেবিল চামচ দুধ
  18. প্রয়োজন অনুযায়ীজাফরান
  19. ১চা চামচ কেওড়া জল
  20. স্বাদ মত লবণ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এবার টকদই, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা মাখন ও স্বাদ মতন লবণ দিয়ে চিকেন ২ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। জাফরান দুধে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    পেঁয়াজ বেটে নিতে হবে। কাজু ও পোস্ত মিহি করে বেটে নিতে হবে। কড়াইয়ে তেল ও ঘি গরম করে তাতে গোটা গরম মসলা, গোল মরিচ ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বের হলে ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ বাদামি হলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিতে হবে।

  3. 3

    চিকেন কষিয়ে ওর মধ্যে ১কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে ১০ মিনিট রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এবার ওর মধ্যে কাজু ও পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আবার ৬-৭ মিনিট রান্না করতে হবে। এরপর ওতে দুধে ভেজানো জাফরান ও কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে ২-৩ মিনিট রান্না করলেই রেডি চিকেন রেজালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes