আলুর পরোটা (Aloo Paratha recipe in Bengali)

Paromita Karmakar Roy
Paromita Karmakar Roy @paromita_2006

আলুর পরোটা,খুব জনপ্রিয় একটি জলখাবার। মশলা দিয়ে তৈরী আলুর পুর ভরা এই পরোটা অত্যন্ত লোভনীয় ও সুস্বাদু। এটা আচার,দই বা রায়তা এর সাথে পরিবেশন করা যেতে পারে।

আলুর পরোটা (Aloo Paratha recipe in Bengali)

আলুর পরোটা,খুব জনপ্রিয় একটি জলখাবার। মশলা দিয়ে তৈরী আলুর পুর ভরা এই পরোটা অত্যন্ত লোভনীয় ও সুস্বাদু। এটা আচার,দই বা রায়তা এর সাথে পরিবেশন করা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3-4 জন
  1. 3 টেআলু (মাঝারি আকারের)
  2. 250+250গ্রামআটা+ময়দা
  3. 2 টেবিল চামচভাজা জিরে গুঁড়ো
  4. স্বাদ মতোনুন
  5. স্বাদ অনুযায়ীচিনি
  6. পরিমাণ মতো ধনে পাতা কুচি
  7. 1 টেবিল চামচচাট মশলা
  8. 80 মিলিসাদা তেল
  9. 4-5 টাকাঁচা লঙ্কাা কুচি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে সমপরিমাণ আটা ও ময়দায় আন্দাজমত নুন,চিনি,সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিন। এরপর অল্প অল্প করে জল দিয়ে খুব নরম একটি মন্ড তৈরী করুন। মাখা হয়ে গেলে কিছুসময় ঢেকে রাখুন।

  2. 2

    এবার একটি পাত্রে সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে একে একে নুন,ভাজা জিরে গুড়ো,চাট মশলা,লংকা কুচি,ধনেপাতা কুচি সব দিয়ে খুব ভালো করে মেখে নিন।

  3. 3

    এরপর ওই মন্ড থেকে বড় করে লেচি কেটে পুরগুলো ভরে ফেলুন। পরোটা বেলার আগে বেশি করে ময়দা ছড়িয়ে নিন। এতে বেলতে সুবিধা হবে। এবার আলতো হাতে পরোটা গুলো বেলে নিতে হবে।

  4. 4

    পরোটার মাঝখানে বেশি চাপ দেবেন না,পুর নাহলে বেড়িয়ে যাবে। সবার শেষে গরম তাওয়ায় অল্প অল্প সাদা তেল দিয়ে পরোটাগুলো দুপাশে সুন্দর হালকা লাল করে ভেজে নিন।

  5. 5

    খুব সহজেই তৈরি হয়ে যাবে গরম ও নরম পুরে ভরা আলুর পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paromita Karmakar Roy
Paromita Karmakar Roy @paromita_2006

Similar Recipes