ছানা পটলের ডালনা (Chana Potoler Dalna recipe in Bengali)

Paromita Karmakar Roy
Paromita Karmakar Roy @paromita_2006

রান্নাটি আমার মায়ের থেকে শেখা। খুব সুন্দর ও সহজ একটি রেসিপি যা রুটি/পরোটা/ভাত সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে।

ছানা পটলের ডালনা (Chana Potoler Dalna recipe in Bengali)

রান্নাটি আমার মায়ের থেকে শেখা। খুব সুন্দর ও সহজ একটি রেসিপি যা রুটি/পরোটা/ভাত সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6 জন
  1. 12-15 টাপটল
  2. 4টে মাঝারি পেঁয়াজ বাটা
  3. 1/2 মিলি লি দুধ এর ছানা
  4. 1 টেবিল চামচআদা বাটা
  5. 2টো ছোটটমেটো পেস্ট
  6. 1 টেবিল চামচহলুদ গুঁড়ো
  7. 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  9. 50 মিলি লি সর্ষের তেল
  10. স্বাদ মতনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে পটলগুলোতে অল্প নুন ও হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে পটলগুলো হালকা লাল করে ভেজে নিন।

  2. 2

    এবার ওই তেলেই পেঁয়াজবাটা,আদা বাটা,টমেটো পেস্ট,নুন,হলুদ গুড়ো,লংকা গুড়ো,চিনি সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন।

  3. 3

    মশলা থেকে তেল বেরোনো শুরু হলে ছানা দিয়ে দিন ও একটু জল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

  4. 4

    কিছুক্ষণ পর ভেজে রাখা পটল গুলো দিয়ে দিন।অল্প জল দিতে পারেন। এবার একটু সময় ঢেকে রাখুন। তারপর ওপর দিয়ে গরম মশলা গুড়ো ছড়িয়ে ভালো করে নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দিন। একদম তৈরী ছানা পটলের ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paromita Karmakar Roy
Paromita Karmakar Roy @paromita_2006

Similar Recipes