কলিজা সিঙ্গারা

Iyasmin Mukti
Iyasmin Mukti @Iyasmin_Mukti

#happy
সিঙ্গারা গুলো একদম সেপ ভালো হয়নি 😭
কিন্তু খেতে অনেক মজা হয়েছে। পুরটা একদম পারফেক্ট হয়েছে।😋😋😋

কলিজা সিঙ্গারা

#happy
সিঙ্গারা গুলো একদম সেপ ভালো হয়নি 😭
কিন্তু খেতে অনেক মজা হয়েছে। পুরটা একদম পারফেক্ট হয়েছে।😋😋😋

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. ৩ কাপ ময়দা
  2. ১/২ কলিজা কিউব কাট
  3. ১ কাপ আলু কিউব কাট
  4. ১ চা চামচ পাঁচফোড়ন
  5. ১ টেবিল চামচ আদা,রসুন বাটা
  6. ১ কাপ পিয়াঁজ কিউব কাট
  7. ১ চা চামচ মরিচ গুঁড়া
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  9. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়া
  10. পরিমাণ মতো লবণ, তেল,পানি,কালিজিরা

রান্নার নির্দেশ

  1. 1

    একটা বোলে ময়দা নিব। লবণ হালকা তেল,কালিজিরা রে দিয়ে ভালো ভাবে মেখে নিব। পরিমান মতো পানি দিয়ে মেখে একটু শক্ত ডো তৈরি করে নিব।
    ২০ মিনিট রেস্টে রাখবো।

  2. 2

    কলিজা পানি দিয়ে হাফ সিদ্ধ করে নিব । লবণ, আদা রসুন বাটা,মরিচ গুঁড়া,হলুদ গুঁড়া দিয়ে কসিয়ে কলিজা দিব।
    একটু পরে আলু দিয়ে কসিয়ে রান্না করবো। ৮০% সিদ্ধ হলে পিয়াঁজ দিব।
    গরম মসলা গুঁড়া দিব। পাঁচ ফোড়ন টেলে আধা ভাঙ্গা করে মিসিয়ে নিব।

  3. 3

    রেস্টে রাখা ডো দিয়ে ছোট ছোট কয়েক টা রুটি বানাবো।
    যেন একটা রুটি থেকে দুই টা সিঙ্গারা বানানো যায়।

  4. 4

    এবার সিঙ্গারার সেপ করে ভেতরে আলু,কলিজা পুর দিয়ে বানিয়ে নিব।

  5. 5

    এবার প্যান তেল গরম করে ডুবো তেলে ভেজে নিব ।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Iyasmin Mukti
Iyasmin Mukti @Iyasmin_Mukti

Similar Recipes