মাছের মাথা দিয়ে মুগডাল (Macher matha dia moong dal recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#ebooko6
#week11
আমি এই সপ্তাহের ধাঁধা থেকে মাছের মাথা দিয়ে মুগডাল রেসিপিটি তৈরী করেছি | এটি খুব সহজ সাধারণ উপকরণ দিয়ে তৈরী , অথচ বেশ সুস্বাদু ও প্রোটিনে ভরপুর একটি রেসিপি | গরম ভাতের সাথে এরকম ডাল পেলে আমার আর কিছু লাগে না |

মাছের মাথা দিয়ে মুগডাল (Macher matha dia moong dal recipe in Bengali)

#ebooko6
#week11
আমি এই সপ্তাহের ধাঁধা থেকে মাছের মাথা দিয়ে মুগডাল রেসিপিটি তৈরী করেছি | এটি খুব সহজ সাধারণ উপকরণ দিয়ে তৈরী , অথচ বেশ সুস্বাদু ও প্রোটিনে ভরপুর একটি রেসিপি | গরম ভাতের সাথে এরকম ডাল পেলে আমার আর কিছু লাগে না |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪ জন
  1. ১/২ কাপ সোনা মুগ ডাল
  2. ১টি কাতলা মাছের মাথা
  3. ১টি পেঁয়াজ
  4. ৪-৫ কোয়ারসুন থেঁতো
  5. ২ চা চামচ আদা বাঁটা
  6. ১টি টমেটো কুচি
  7. ৩-৪ টি কাঁচা পাকা লঙ্কা
  8. ২টি এলাচ
  9. ১টি লবঙ্গ
  10. ১ টুকরা দারুচিনি
  11. ১টি তেজপাতা
  12. ১টি গোটা লঙ্কা
  13. ১ চা চামচ গোটা জিরা
  14. ১ চা চামচ গরম মশলা
  15. ২ চা চামচ ঘি
  16. প্রয়োজন মত সর্ষের তেল
  17. প্রয়োজন মতগরম জল
  18. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  19. ১ চা চামচকাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  20. স্বাদ মতনুন
  21. ১ চা চামচ জিরা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    প্রথমে মুগডাল শুকনো কড়াইতে টেলে জল দিয়ে ধুয়ে নিতে হবে | মাছের মাথা নুন হলুদ মাখিয়ে সঃ তেলে ভেজে তুলে রাখতে হবে |

  2. 2

    পেঁয়াজ লংকা টমেটো কুচি করে, লংকা চিরে, সব মশলা তেল গুছিয়ে রাখতে হবে |

  3. 3

    এবার ভেজে ধুয়ে রাখা মুগডাল পরিমান মত জল ও নুন দিয়ে কড়াইতে সেদ্ধ করতে হবে | ডাল খুব বেশী সেদ্ধ হবেনা |

  4. 4

    .প্যানে সঃ তেলে লংকা জিরা তেজপাতা ও গোটা গরম মশলা থেঁতো ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে হবে | এবার একে একে টমেটো,আদা জিরা হলুদ লংকা, চিনি সব মশলা পর পর কসিয়ে সেদ্ধ করা মুগডাল তাতে দিতে হবে |

  5. 5

    এবার ডাল ভাল মত সেদ্ধ হয়ে এলে তাতে ভাজা মাছের মাথা দিয়ে ফুটিয়ে,নুন মিষ্টি দেখে ঘি,গরম মশলা গুড়া ছড়িয়ে নামিয়ে রাখতে হবে ।গরম ভাত | রাইস এর সাথে এই মাছের মাথা দিয়ে মুগডাল পরিবেশন করতে হবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি

Similar Recipes