ডিম তড়কা (Egg Tarka recipe in Bengali)

Dipti Debnath
Dipti Debnath @cook_29284893

ডিম তড়কা (Egg Tarka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 200গ্ৰাম তড়কা ডাল
  2. 2 টোপেঁয়াজকুচি
  3. 1চা চামচ আদা গ্রেট করা
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচরসুন কুচি
  6. 1 চা চামচরসুন বাটা
  7. 1 চা চামচধনেগুঁড়া
  8. 1 চা চামচজিরা গুঁড়ো
  9. 3 টিলঙ্কা কুচি
  10. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  11. 1 চা চামচহলুদ গুঁড়ো
  12. 1 চা চামচকাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  13. 1 টাবড় টমেটো কুচি
  14. 1 চা চামচতড়কা মশলা গুঁড়ো
  15. 2টো গোটা শুকনো লঙ্কা
  16. 1টেবিল চামচ বাটার
  17. 1টেবিল চামচ রোস্টেড কস্তুরী মেথি
  18. স্বাদমতোনুন
  19. 1 চা চামচচিনি
  20. 4টেবিল চামচসরষের তেল
  21. 2 টোডিম

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডাল ভালো করে ধুয়েপাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে
    প্রেসার কুকারে অল্প পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা,রসুনকুচি,অল্প টমেটো কুচি,অল্প নুন দিয়ে চারটে সিটি দিয়ে নামিয়ে দশ মিনিট রেখে দিতে হবে

  2. 2

    করাতে সরষের তেল দিয়ে ডিম দুটো ফাটিয়ে ঝুড়ো তৈরী করে রাখতে হবে
    ওই করাতে অল্প সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা,তেজপাতা ফোড়ন দিয়ে বাকিটা পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে আদা বাটা রসুন বাটা, হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো, লংকা গুঁড়ো ও টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে

  3. 3

    কষানো হয়ে গেলে সেদ্ধ করা ডাল দু কাপ গরম জল দিয়ে ভালো করে ফোটাতে হবে বেশ ঘন হয়ে এলে, কাঁচা লঙ্কা রোস্টেড কসৌরি মেথি হাত একটু ঘষে দিয়ে,তড়কা মশলা গুঁড়ো, ডিমের ঝুড়ো ওর মধ্যে দিয়ে দু মিনিট ফোটাতে হবে
    এই ভাবে তৈরী হয়ে যাবে ডিম তড়কা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipti Debnath
Dipti Debnath @cook_29284893

মন্তব্যগুলি

Similar Recipes