পনিরের পুর ভরা শাহী পটলের দোলমা (Paneerer pur bhora shahi potoler dolma recipe in Bengali)

Sandipa Sudip Saha
Sandipa Sudip Saha @cook_29523743

#Saathi
আজ আমি বানিয়েছি বাংলার সাবেকি ঐতিহ্যবাহী একটি খুবই সুস্বাদু পদ "পটলের দোলমা",, যা ভাত, পোলাও, লুচি বা পরোটার সাথে খেতে অনবদ্য ।

পনিরের পুর ভরা শাহী পটলের দোলমা (Paneerer pur bhora shahi potoler dolma recipe in Bengali)

#Saathi
আজ আমি বানিয়েছি বাংলার সাবেকি ঐতিহ্যবাহী একটি খুবই সুস্বাদু পদ "পটলের দোলমা",, যা ভাত, পোলাও, লুচি বা পরোটার সাথে খেতে অনবদ্য ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা ৩০ মিনিট
৪ জন
  1. ৮ টা বড় গোল ধরনের পটল
  2. ২০০ গ্রাম পনির গ্রেট করা
  3. ২ চা চামচ জিরা গুঁড়ো
  4. ২ চা চামচ ধনে গুঁড়ো
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  7. ২ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  8. ২ টো কাঁচালঙ্কা
  9. ১ টা তেজপাতা
  10. ২ টো এলাচ
  11. ২ টো লবঙ্গ
  12. ২ টুকরো দারচিনি
  13. ১/৪ চা চামচ গোটা জিরে
  14. ১.৫ চা চামচ সাদা তিল
  15. ১.৫ চা চামচ চারমগজ
  16. ১ টেবিল চামচ কাজুবাদাম
  17. ১ টেবিল চামচ মালাই
  18. ১ চা চামচ ঘি
  19. ১ মুঠো কাজু কিসমিস কুচি
  20. পরিমাণ মত সাদা তেল
  21. পরিমাণ মত নুন চিনি
  22. ১ টেবিল চামচ জল ঝরানো টকদই

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা ৩০ মিনিট
  1. 1

    পটলগুলো ধুয়ে গা কুড়িয়ে নিয়ে মাথার দিকটা কেটে চামচের পেছন দিয়ে খুব সাবধানে ভেতরের বীজ এবং শাঁস গুলো বের করে রাখতে হবে।

  2. 2

    এবার পটলগুলোতে অল্প করে নুন মাখিয়ে, কড়াইতে তেল গরম করে হাই ফ্লেমে ১-২ মিনিট নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে ।

  3. 3

    মিক্সিতে পটলের শাঁস ও বীজগুলো নিয়ে তার মধ্যে একে একে নুন, চিনি, কাঁচালঙ্কা, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে।

  4. 4

    পনির গ্রেট করে নিতে হবে ।

  5. 5

    কাজু কিসমিস ছোট করে টুকরো করে নিতে হবে ।

  6. 6

    এবার কড়াইতে দেড় টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে পটলের বীজের পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে গ্রেট করা পনির আর স্বাদমতো নুন চিনি দিয়ে কষিয়ে পুর বানিয়ে নিতে হবে ।

  7. 7

    ভাজা পটল এবং পুর ঠান্ডা হলে পটলের মধ্যে আস্তে আস্তে চেপে চেপে পুর ঢুকিয়ে ভর্তি করে দিতে হবে ।

  8. 8

    মিক্সিতে সাদা তিল, চারমগজ, কাজুবাদাম আর টকদই দিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে ।

  9. 9

    কড়াইতে দেড় টেবিল চামচ তেল গরম করে, গোটা জিরে, তেজপাতা, এলাচ-লবঙ্গ-দারচিনি ফোড়ন দিয়ে ৪-৫ সেকেন্ড নাড়াচাড়া করে, সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে একে একে বাকি জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, শুকনোলঙ্কাগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ৪-৫ মিনিট ধরে খুব ভালো করে কষাতে হবে । মশলা কষানো হয়ে গেলে তাতে ১/২ কাপ গরম জল দিতে হবে ।

  10. 10

    এর মধ্যে তিল,কাজু বাটাটা দিয়ে লো ফ্লেমে ২-৩ মিনিট ধরে রান্না করতে হবে । এবার এরমধ্যে মালাই দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে ।

  11. 11

    গ্রেভির মধ্যে পটলগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে লো ফ্লেমে দু-তিন মিনিট রান্না করতে হবে। এবার এরমধ্যে ঘি দিয়ে গ্যাস অফ করে ঢেকে ৫ মিনিট রেখে পরিবেশন করতে হবে ।

  12. 12

    এখানে আমি বাসন্তী পোলাও এর সাথে পরিবেশন করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sandipa Sudip Saha
Sandipa Sudip Saha @cook_29523743

মন্তব্যগুলি

Similar Recipes