ভোগের খিচুড়ি(bhoger khichdi recipe in Bengali)

Anupama Roy Chowdhury
Anupama Roy Chowdhury @Anupama_21

ভোগের খিচুড়ি(bhoger khichdi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ মুগ ডাল
  2. ১/২ কাপ ছোলার ডাল
  3. ১/২ কাপ মটর ডাল
  4. ২কাপ গোবিন্দভোগ চাল
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১চা চামচ জিরা গুঁড়ো
  7. ১.৫ টেবিল চামচ ধনে গুঁড়ো
  8. ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  9. ১ টা টমেটো কুচি
  10. ১/২ নারকেল কোরা
  11. ২টেবিল চামচ নারকেল কুচি
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১ টা শুকনো লঙ্কা
  14. ২টো তেজপাতা
  15. ১/২ চা চামচ জোয়ান
  16. ১/৪ চা চামচ মৌরি
  17. ১/৪ চা চামচ হিং
  18. স্বাদ মতনুন ও চিনি
  19. পরিমাণ মতগোটা গরম মশলা
  20. পরিমাণ মততেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মুগ ডাল শুকনো খোলায় ভেজে তুলে নিন এবং সব ভাল ধুয়ে ভিজিয়ে রাখুন

  2. 2

    জল গরম করে নিন নুন ও হলুদ দিয়ে, ফুটলে ডাল দিয়ে দিন এবং অর্ধেক সিদ্ধ করে নিন।এবার আগের থেকে ভিজিয়ে রাখা চাল ধুয়ে দিয়ে দিন

  3. 3

    অন্য দিকে তেল গরম করে তাতে জিরা, মৌরি,জোয়ান, তেজপাতা ও হিং দিয়ে দিন এবং সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করুন

  4. 4

    একটি বাটিতে সব গুঁড়ো মশলা জল‌দিয়ে গুলে নিন, আদা বাটা তেলে দিয়ে ভালো করে কষিয়ে মশলা দিয়ে দিন এবং ভাল করে ভাজুন, নারকেল কোরা দিয়ে মিশিয়ে নিন

  5. 5

    চাল ভাল সিদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিন এবং ভাল করে মিশিয়ে নিন, নারকেল কুচি তেল দিয়ে ভেজে ওপরে দিয়ে দিন এবং নামিয়ে নিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anupama Roy Chowdhury

মন্তব্যগুলি

Similar Recipes