ঘরোয়া ফুলকপি আলুর কারি (gharoa fulkopi aloor curry recipe in Bengali)

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

#WW

ঘরোয়া ফুলকপি আলুর কারি (gharoa fulkopi aloor curry recipe in Bengali)

#WW

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫-৫০মিনিট
কয়েক জনের জন্য
  1. ১টি মাঝারি ফুলকপি
  2. ৪টি মাঝারি আলু
  3. ১টি টমেটো
  4. ১.৫টেবিল চামচ তেল
  5. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১.৫টেবিল চামচ ধনে জিরে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে
  7. স্বাদ মতলঙ্কা গুঁড়ো
  8. ১.৫টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড়
  9. ১টেবিল চামচ আদা বাটা
  10. ১ চিমটি গোটা জিরে
  11. স্বাদ মতনুন,চিনি
  12. ১টেবিল চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪৫-৫০মিনিট
  1. 1

    প্রথমে ফুলকপির ফুল ছাড়িয়ে ওআলু৪, পিস করে ডুবো জলে নুন দিয়ে ৩০-৪০মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে,নুন দিলে পোকা থাকলে বেরিয়ে আসবে

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম দিয়ে হলে গোটা জিরে দিয়ে চিটপিট করলে, ফুলকপি কাটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে,এরপর আলু কাটা দিয়ে হালকা ভেজে নিতে হবে

  3. 3

    এরপর টমেটো কুচি,সব মশলা গুঁড়ো দিয়ে টমেটো কুচি,মিডিয়াম আঁচে কষিয়ে পেঁয়াজ বাটা,আদা বাটা, নুন দিয়ে আরোও কষিয়ে, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আন্দাজ মত জল দিয়ে পেসার কুকারের ঢাকা দিয়ে ২টি সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে কিছু ক্ষন রেখে ঢাকা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভিং ডিশে ঢেলে সাজিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত আমার মায়ের কাছে শেখা পুরাতনী "ঘরোয়া ফুলকপির কারি"

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

Similar Recipes