মটন বিরিয়ানি (Mutton biryani recipe in Bengali)

Poulomi Bhattacharya
Poulomi Bhattacharya @cook_25865963

মটন বিরিয়ানি (Mutton biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3 জন
  1. 700 গ্রামমটন
  2. 500 গ্রামবাসমতী চাল
  3. 1 টুকরোজয়িত্রী
  4. 1 টাদারচিনি
  5. 1 টুকরোজায়ফল
  6. 1 টাবড় এলাচ
  7. 2-3 টেলবঙ্গ
  8. 1/2 চা চামচসা জিরা
  9. 1/4 চা চামচসা মরিচ
  10. 2-3 টেতেজপাতা
  11. 1 টাস্টার অ্যানিস
  12. 2টেবিল চামচ আদা রসুন ও কাঁচা পেঁপে বাটা
  13. 1/4 চা চামচহিং
  14. 3 টেআলু
  15. 1 চা চামচআদা বাটা
  16. 1টেবিল চামচ রসুন বাটা
  17. 1/4 কাপটক দই
  18. 1 কাপকেশর ভেজানো দুধ
  19. 1-2 ফোঁটামিষ্টি আতর
  20. 1 চা চামচজিরা গুঁড়ো
  21. 1.5 চা চামচধনে গুঁড়ো
  22. 1 চা চামচকাশ্মীরী লাল লঙ্কার গুঁড়ো
  23. 1/2 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  24. 1 চা চামচহলুদ গুঁড়ো
  25. ফোঁড়নের জন্য
  26. 1 চা চামচসা জিরা
  27. 1 টাতেজপাতা
  28. 3-4 টেগোটা গরম মশলা
  29. 1 টাশুকনো লঙ্কা
  30. 1টেবিল চামচ বিরিয়ানি মশলা গুঁড়ো
  31. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  32. স্বাদ মতনুন ও চিনি
  33. পরিমাণ মততেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    চাল ধুয়ে ভিজিয়ে রাখুন এবং একটি পাত্রে জল গরম করুন তাতে গোটা গরম মশলা, নুন ও তেজপাতা দিয়ে দিন। মাংস ধুয়ে নুন হলুদ টকদই আদা রসুন পেঁপে বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন।

  2. 2

    জল ফুটতে শুরু করলে চাল দিয়ে দিন এবং একবার ফুটলে নামিয়ে এক দুই মিনিট বাদে নামিয়ে জল ঝরিয়ে নিন

  3. 3

    এবার তেল গরম করে তাতে জিরা তেজপাতা গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন।আলু দিয়ে দিন এবং নুন হলুদ দিয়ে ভালো করে ভাজুন,আলু তুলে রাখুন

  4. 4

    এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন নুন হলুদ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিন এবং ভাল করে কষিয়ে নিন

  5. 5

    ধনে জিরা গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন এবং আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে অল্প উষ্ণ জল দিয়ে ফুটতে দিন আঁচ কমিয়ে দিন

  6. 6

    মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন এবং হাঁড়িতে ভাত সাজিয়ে ওপরে মাংস ও আলু দিয়ে দিন পেঁয়াজ বেরেস্তা, দুধ ও আতর দিয়ে দিন

  7. 7

    আবার‌ এক ভাবে সাজিয়ে 20 মিনিট একদম কম আঁচে দমে রাখুন, পরিবেশন করুন রায়তা সহ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Poulomi Bhattacharya
Poulomi Bhattacharya @cook_25865963

মন্তব্যগুলি

Similar Recipes