এগলেস প্যান কেক (eggless pan cake recipe in Bengali)

Shefali Bhattacharya
Shefali Bhattacharya @cook_27576735

এগলেস প্যান কেক (eggless pan cake recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1.5 কাপময়দা
  2. 1/2 কাপসুজি
  3. প্রয়োজন মত দুধ
  4. 1/2 কাপচিনি
  5. 1 চা চামচভ্যানিলা এসেন্স
  6. 1/3 চা চামচলবণ
  7. 2টেবিল চামচ সাদা তেল
  8. 1 চা চামচবেকিং পাউডার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা পাত্রে ময়দা, সুজি, লবণ,বেকিং পাউডার চিনি সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার পর ওর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে।

  2. 2

    ব্যাটার ঘন হবে না আবার পাতলা ও হবে না।মাঝামাঝি হবে। তার পর ভেনিলা এসেন্স টা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে।

  3. 3

    এদিকে গ্যাসে একটা ননস্টিক তাওয়া বসিয়ে গরম হলে তার মধ্যে এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিতে হবে।দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দুই মিনিট মতো হলে উল্টে দিয়ে আর ও এক মিনিট সেঁকে নিতে হবে।

  4. 4

    এবার তাওয়া থেকে তুলে নিতে হবে।ব্যাস রেডি ঝটপট টেস্টি টেস্টি প্যান কেক।এটা ভীষণ স্পন্জি ও টেস্টি হয়।বাচ্চা বড়ো সবার ভীষণ ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shefali Bhattacharya
Shefali Bhattacharya @cook_27576735

মন্তব্যগুলি

Similar Recipes