বাঁধাকপির তরকারি (Bandhakopir torkari recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#KD
আমি এই সপ্তাহে বেছে নিয়েছি ডিনার। আমি আজ ডিনারে করেছি বাঁধাকপির তরকারি। এটা রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে।

বাঁধাকপির তরকারি (Bandhakopir torkari recipe in bengali)

#KD
আমি এই সপ্তাহে বেছে নিয়েছি ডিনার। আমি আজ ডিনারে করেছি বাঁধাকপির তরকারি। এটা রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫/২০ মিনিট
২ জন
  1. ১ টা মাঝারি সাইজের বাঁধাকপি কুচি করে নিয়েছি
  2. ১ টা আলু, অল্প কড়াইশুঁটি
  3. ১ টা ছোট টমেটো কুচি
  4. পরিমাণ মত ধনেপাতা কুচি
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. স্বাদ মতচিনি
  10. ১ চা চামচ আদা +রসুন বাটা
  11. ১ চা চামচ ঘি
  12. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. প্রয়োজন মত সর্ষের তেল
  14. ফোঁড়নের জন্য
  15. ২ টো তেজপাতা
  16. ১ চিমটি গোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

১৫/২০ মিনিট
  1. 1

    প্রথমে বাঁধাকপি,আলু আর করাইশুটি একসঙ্গে কুকারে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি।

  2. 2

    এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে তাতে ফোড়নের মশলা দিয়ে নেড়ে নিয়েছি।

  3. 3

    এবার তাতে টমেটো কুচি দিয়ে নেড়ে নিয়ে একে একে সব মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি।

  4. 4

    এবার তাতে ওই সেদ্ধ করা বাঁধাকপি টা দিয়ে ভালো করে কষে নিয়েছি।

  5. 5

    এবার একটু ঢাকা দিয়ে হতে দিয়েছি, ঢাকা খুলে দেখলাম শুকিয়ে এসেছে।

  6. 6

    এবার তাতে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

মন্তব্যগুলি

Similar Recipes