গোটা সেদ্ধ (Gota seddho recipe in Bengali)

SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi

আজ একটু নিজের মতো করে বানিয়ে নিলাম গোটা সেদ্ধ। চিরাচরিত নিয়মের গোটা সেদ্ধ থেকে এই রেসিপিটি একটু আলাদা। আসলে বাংলার বাইরে থাকার কারণে সমস্ত জিনিস এখানে ঠিক মতন পাওয়া যায় না। তাই এটি আমার নিজের রেসিপিতে বানিয়েছি

গোটা সেদ্ধ (Gota seddho recipe in Bengali)

আজ একটু নিজের মতো করে বানিয়ে নিলাম গোটা সেদ্ধ। চিরাচরিত নিয়মের গোটা সেদ্ধ থেকে এই রেসিপিটি একটু আলাদা। আসলে বাংলার বাইরে থাকার কারণে সমস্ত জিনিস এখানে ঠিক মতন পাওয়া যায় না। তাই এটি আমার নিজের রেসিপিতে বানিয়েছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
6 জন
  1. 300 গ্রামসবুজ মুগ
  2. 10-12 টিমটরশুঁটি
  3. 6 টিআলু
  4. 6 টিটমেটো
  5. 6 টিছোট বেগুন
  6. 10 টিকুল
  7. 6 টিকাঁচা লঙ্কা
  8. 4টেবিল চামচ সরষের তেল
  9. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    বেগুন বোটা সহ ব্যবহার করতে হবে তাই পেছন দিকটা একটু কেটে চার ভাগ করে চিরে নিতে হবে। দেখে নিতে হবে যেন বেগুনের ভেতর কোন পোকা না থাকে। বাকি সব সবজি গোটা ব্যবহার করতে হবে

  2. 2

    সব সবজি ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবুজ মুগ ভালোভাবে ধুয়ে নিয়ে আধঘন্টা ভিজিয়ে রাখতে হবে।

  3. 3

    সব সবজি ও মুগ ডাল নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে

  4. 4

    সেদ্ধ হয়ে গেলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করুন গোটা সেদ্ধ

  5. 5

    প্রচলিত রীতি অনুসরণ করলে এটি ঠান্ডা খাবার নিয়ম। তবে গরম গরম খেতেও খুব ভালো লাগবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi
রান্না শেখার একটা চেষ্টা করছি মাত্র
আরও পড়ুন

Similar Recipes