ভাতের টিক্কা (Vater Tikka recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#FSR
স্ন্যাক্স রেসিপি তে আজ আমি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে টিক্কা বানিয়েছি ৷ভাতটা একটু বেশী সেদ্ধ হয়ে যাওয়ায় টাটকা ভাতের সাথে না মিশিয়ে এবং ফেলে না দিয়ে একটা স্ন্যাক্স বানিয়ে ফেললাম | এতে ভাতের সাথে সামান্য বেসন, ময়দা ও সুজি মিশিয়ে , তাতে ১টা সেদ্ধ আলু,পেঁয়াজ,বিন্স কুচি,টমেটো ক্যাপ্সিকাম কুচি, নুন, হলুদ, কালোজিরা, জোয়ান, জিরা ভাজার গুঁড়ো , লংকা গুঁড়ো , গরম মশলা,সামান্য খাবার সোডাও ১ চা চামচ গরম তেল দিয়ে মেখে, প্যানে ১ চা চামচ সাদাতেল ছড়িয়ে টিক্কার আকারে ভাজা হয়েছে| এটি খেতেও বেশ মুখরোচক হয়েছে।

ভাতের টিক্কা (Vater Tikka recipe in Bengali)

#FSR
স্ন্যাক্স রেসিপি তে আজ আমি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে টিক্কা বানিয়েছি ৷ভাতটা একটু বেশী সেদ্ধ হয়ে যাওয়ায় টাটকা ভাতের সাথে না মিশিয়ে এবং ফেলে না দিয়ে একটা স্ন্যাক্স বানিয়ে ফেললাম | এতে ভাতের সাথে সামান্য বেসন, ময়দা ও সুজি মিশিয়ে , তাতে ১টা সেদ্ধ আলু,পেঁয়াজ,বিন্স কুচি,টমেটো ক্যাপ্সিকাম কুচি, নুন, হলুদ, কালোজিরা, জোয়ান, জিরা ভাজার গুঁড়ো , লংকা গুঁড়ো , গরম মশলা,সামান্য খাবার সোডাও ১ চা চামচ গরম তেল দিয়ে মেখে, প্যানে ১ চা চামচ সাদাতেল ছড়িয়ে টিক্কার আকারে ভাজা হয়েছে| এটি খেতেও বেশ মুখরোচক হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ১ কাপ বাসি ভাত
  2. ৪চা চামচ বেসন
  3. ২ চা চামচ ময়দা
  4. ২ চা চামচ সুজি
  5. ১টি আলু সেদ্ধ ম্যাশ করা
  6. ২-৩টিবিন্স কুচি
  7. ১টি টমেটো কুচি
  8. ১টি পেঁয়াজ কুচি
  9. ১টি ছোটকাপ্সিকাম
  10. ২ চা চামচ আদা বাঁটা
  11. ১ চা চামচভাজা মশলা
  12. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  14. প্রয়োজন মতনুন
  15. ১ চা চামচচাট মশলা
  16. ১/২ চা চামচ গরম মশলা
  17. ১ চুটকি চিনি
  18. ২-৩ চা চামচ ভাজার জন্য সাদা তেল
  19. ১ চুটকি খাবার সোডা

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে বাসি ভাতটা ভালোমত চটকে তাতে সেদ্ধ আলু এবং অন্যান্য মশলা গুলি মেশাতে হবে|

  2. 2

    এবার ময়দা, বেসন, সূজি তার সাথে সবজিমিশিয়ে একটা মন্ড বানাতে হবে| এবার সেটা ১০ মিনিট ঢেকে রাখতে হবে

  3. 3

    ফ্রাইপ্যানে ১ চা চামচ সাদাতেল ছড়িয়ে ঐ ভাতের মণ্ড থেকে একটু করে টিক্কার আকারে দিয়ে, গ্যাসকমিয়ে ঢাকা দিয়ে ২-৩ মিনিট ভেজে,এক পিঠ হলে অন্য পিঠ উল্টে ভেজে নিতে হবে। আমি একটি বড় করে, ওকয়েকটি ছোট ছোট টিক্কার আকারে গড়ে ভেজে নিয়েছি।

  4. 4

    তৈরী হয়ে গেল সুস্বাদু ভাতের টিক্কা | এবার এটি স্ন্যাকস হিসাবে গরম চা বা কফির সাথে পরিবেশন করতে হবে|
    আমি এখানে শশাও পেঁয়াজের স্যালাড দিয়েএবং টমেটো সস দিয়ে এই ভাতের টিক্কাগুলি পরিবেসন করেছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes