চিকেন ডাম্পলিংস

Manami Sadhukhan Chowdhury
Manami Sadhukhan Chowdhury @cook_12370899
Barrackpore, Kolkata, West Bengal

#সার্বিক সেদ্ধ চিকেন ডাম্পলিংসের প্রত্যেক কামড়ে মুখরোচক মাংসের কিমা এগুলোকে আরও সুস্বাদুকর করে তোলে এবং খিদে বাড়িয়ে দেয়।

চিকেন ডাম্পলিংস

#সার্বিক সেদ্ধ চিকেন ডাম্পলিংসের প্রত্যেক কামড়ে মুখরোচক মাংসের কিমা এগুলোকে আরও সুস্বাদুকর করে তোলে এবং খিদে বাড়িয়ে দেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট লাগবে
৬ জনের জন্য পরিবেশিত
  1. ১ কাপমুরগির কিমা
  2. ১ কাপময়দা+বেলার জন্য
  3. স্বাদমতনুন
  4. ২ বড় চামচরিফাইন্ড তেল
  5. ১ টিমাঝারি মাপের মিহি করে কোচানো পেয়াঁজ
  6. ১ বড় চামচটাটকা ধনেপাতা কুচি
  7. ১ চা চামচসোয়া সস
  8. ১ বড় চামচরসুন কুচি
  9. ২ চা চামচথেঁতা করা কালো গোলমরিচ

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট লাগবে
  1. 1

    স্টিমারে পর্যাপ্ত পরিমানে জল গরম করুন।

  2. 2

    বাটিতে ময়দা নিয়ে নুন, ১ বড় চামচ তেল ও প্রয়োজনমত জল দিয়ে শক্ত করে মন্ড বানান।

  3. 3

    অন্য বাটিতে মুরগির কিমা, পেয়াঁজ, ধনেপাতা, সোয়া সস, রসুন, নুন, থেঁতা গোলমরিচ ও বাকি তেল দিয়ে ভালোকরে মাখুন।

  4. 4

    মন্ডটি দুইটি সমান ভাগে ভাগ করুন। অল্প ময়দা ছড়িয়ে একভাগ বড় চাকতির মত বেলে নিন।

  5. 5

    মাঝারি মাপের কুকি কাটার দিয়ে এই বড় চাকতি কেটে ছোট ছোট চাকতি বানিয়ে নিন। এই একই ভাবে অন্যভাগটিও বেলে কেটে নিন।

  6. 6

    প্রত্যেকটি ছোট চাকতির মাঝে এক চামচ করে মাংসের মিশ্রণ দিয়ে, সমস্ত কোণা একত্রে মুড়ে নিন এবং আপনার ইচ্ছামত ডাম্পলিংসের আকৃতি দিন।

  7. 7

    স্টিমারে ডাম্পলিংসগুলো রেখে ১০ মিনিট সেদ্ধ করুন।

  8. 8

    হয়ে গেলে নিয়ে প্লেটে রাখুন।

  9. 9

    আপনার ইচ্ছামত সস দিয়ে গরমাগরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manami Sadhukhan Chowdhury
Barrackpore, Kolkata, West Bengal

মন্তব্যগুলি

Similar Recipes