চিজি পটেটো ওমলেট

ranja mukherjee
ranja mukherjee @cook_13548136

#চিজ এটি চটজলদি, সহজ ও স্বাস্থ্যকর স্ন্যাকস। বাচ্চারা সবচেয়ে বেশি খেতে ভালোবাসে।

চিজি পটেটো ওমলেট

#চিজ এটি চটজলদি, সহজ ও স্বাস্থ্যকর স্ন্যাকস। বাচ্চারা সবচেয়ে বেশি খেতে ভালোবাসে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ টিমাঝারী মাপের আলুর পাতলা টুকরো
  2. ৪ টিডিম
  3. ১ টিবড় মাপের পেয়াঁজ এর পাতলা টুকরো
  4. ২-৩ টিকাঁচা লঙ্কা কুচি
  5. ৩-৪ বড় চামচক্যাপসিকামের পাতলা টুকরো
  6. আধা চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  7. আধা চা চামচজিরা গুঁড়ো
  8. আধা চা চামচকাসুরি মেথি গুঁড়ো
  9. আধা চা চামচচাট মশলা
  10. ১ চা চামচবেকিং পাউডার
  11. ১ কাপমজারেলা চিজ
  12. ২-৩ বড় চামচধনেপাতা কুচি
  13. ২ বড় চামচতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্যানে তেল গরম করুন। এবার আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, নুন, জিরা গুঁড়ো মিশিয়ে ঢেকে দিন। সবজি নরম হওয়া অবধি রাঁধুন।

  2. 2

    ডিম ফেটিয়ে নিন। এতে নুন ও কাসুরি মেথি পাউডার, চাট মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি, বেকিং পাউডার, অর্ধেক ভাগ কোড়ানো চিজ দিয়ে মেশান।

  3. 3

    ডিমে রান্না করা আলু-পেয়াঁজ-ক্যাপসিকাম মেশান।

  4. 4

    প্যানে তেল গরম করুন এবং ডিমের মিশ্রণটি দিয়ে ঢেকে ঢিমে আঁচে রাঁধুন।

  5. 5

    যখন তলার দিক ভাজা হয়ে যাবে তখন ওমলেট টি প্লেটের সাহায্যে উল্টে দিন। এর উপর বাকি ভাগ কোড়ানো মজারেলা চিজ ও মিক্সড হার্বস ছড়িয়ে দিন। চিজ গলে যাওয়া অবধি ঢেকে রাঁধুন।

  6. 6

    ওমলেট টি কেটে টুকরো করে নিন এবং টম্যাটো সস বা আপনার পছন্দমত সস সহকারে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ranja mukherjee
ranja mukherjee @cook_13548136

মন্তব্যগুলি

Similar Recipes