ফ্রুট কাস্টার্ড (fruit custard recipe in Bengali)

Riya Sarkar
Riya Sarkar @riya_1993

#গ্রীষ্মকালের রেসিপি

ফ্রুট কাস্টার্ড (fruit custard recipe in Bengali)

#গ্রীষ্মকালের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ মিলি.লিদুধ
  2. ৪ টেবিল চামচকাস্টার্ড পাউডার
  3. ১টা বড়আপেল
  4. ২ টি বড়পাকা কলা
  5. ২৫০ গ্রামআঙ্গুর
  6. ১৫ টাকাজু ছোট টুকরো করে
  7. ১৫ টাকিসমিস টুকরো করে
  8. ১০ টাআমন্ড টুকরো করা
  9. স্বাদ অনুসারেচিনি
  10. ৫ টেবিল চামচফ্রেশ ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সমস্ত ফল গুলোকে কেটে আলাদা করে রেখে দেবেন । আপনি চাইলে অন্যান্য ফলও নিতে পারেন । এই মুহূর্তে বাড়িতে যা যা ছিল সেই টুকুই ব্যাবহার করেছি । বেদানা এবং কালো আঙ্গুর নিতে পারেন । দেখতে খুবই কলোরফুল হবে ।

  2. 2

    একটা বড় প্যানে দুধটা গরম করতে দেবেন । অল্প গরম হলেই সেখান থেকেই ১হাতা দুধ নিয়ে একটা ছোট বাটিতে কাস্টার্ড পাউডার তা ভালো করে গুলে নেবেন যাতে কোনো লাম্প না থাকে । আর সাথে প্যানে চিনি দিয়ে ভালো করে নাড়াতে থাকবেন,যাতে পুরো চিনিটা ভালোভাবে মিশে যায় ।

  3. 3

    চিনি মিশে গেলে অল্প অল্প করে কাস্টার্ড পাউডার এর মিক্স টা মেশাতে থাকবেন আর নাড়াতে থাকবেন ।মিশ্রণটা ঘন হয়ে গেলে গ্যাস অফ করে একটু ঠান্ডা হতে দেবেন । ঠান্ডা হলে তারমধ্যে সমস্ত ফল গুলো,কিছুটা কাজু কিসমিস কুচি, ফ্রেশ ক্রিমটা ভালোভাবে মিশিয়ে পুরো ঠান্ডা হতে দেবেন।

  4. 4

    ঠান্ডা হলে আলাদা আলাদা করে কাঁচের বাটিতে বা আইসক্রিম এর বাটিতে সাজিয়ে উপরে কিছু ফ্রেশ আঙুরের টুকরা, কাজু, কিসমিস,আমন্ড দিয়ে সাজিয়ে ফ্রিজে ২ ঘন্টা রেখে দিন । তারপর ঠান্ডা ঠান্ডা বের করে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Riya Sarkar
Riya Sarkar @riya_1993

Similar Recipes