বেলেম্বুর গোল্লা আচার। Belembu ball pickles

C Naseem A
C Naseem A @cook_26638784

গাছ থেকে বেলেম্বু পেড়ে রেখেছিলাম। এটা খুবই নরম ফল, দুদিনেই নষ্ট হয়ে যায়। একদিন পরেই দেখি নষ্ট হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি এগুলো সিদ্ধ করে ব্লেন্ড করে মিহি গোল্লা আচার বানিয়ে ফেললাম যেরকম তেতুল ও বরই দিয়ে আমরা বানাই। মন্দ হয়নি!
#cookeverypart.

বেলেম্বুর গোল্লা আচার। Belembu ball pickles

গাছ থেকে বেলেম্বু পেড়ে রেখেছিলাম। এটা খুবই নরম ফল, দুদিনেই নষ্ট হয়ে যায়। একদিন পরেই দেখি নষ্ট হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি এগুলো সিদ্ধ করে ব্লেন্ড করে মিহি গোল্লা আচার বানিয়ে ফেললাম যেরকম তেতুল ও বরই দিয়ে আমরা বানাই। মন্দ হয়নি!
#cookeverypart.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা।
৭/৮ জন।
  1. ২ কাপবেলেম্বু-
  2. গুড়- প্রয়োজন মত।
  3. লবণ- প্রয়োজন মত।
  4. ২চা চাপাঁচফোড়ন -
  5. ১টে চাভাজা পাঁচফোড়নের গুঁড়া-
  6. ১ টে চারশুন কুচি-
  7. ২ টে চাসরষের তেল-
  8. ১ চা চালাল মরিচ গুঁড়া-
  9. পানি- প্রয়োজন মত।

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা।
  1. 1

    বেলেম্বু ধুয়ে কেটে অল্প পানি ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। তারপর ব্লেনডারে ব্লেন্ড করে নিন। এগুলো একটি কড়াইয়ে গুড় ও মরিচ সব জ্বালে বসান।

  2. 2

    মাঝারী আঁচে মিশ্রণ টি জ্বাল দিতে দিতে থাকুন ও নাড়তে থাকুন। প্রায় ৪০/৪৫ মিনিট লাগবে ঘন হতে। ঘন হলে টক মিষ্টি ব‍্যালেন্স ঠিক হয়েছে কিনা চেখে প্রয়োজন মত গুড় বা লবণ মিশান।

  3. 3

    একটি কড়াইয়ে সরষের তেল দিন। গরম হলে পাঁচফোড়ন দিন। ফুটে উঠলে রশুন কুচি দিন। বাদামী হলে বেলেম্বুর মিশ্রনের উপর ঢেলে দিন। নেড়ে আরো কিছুক্ষণ চুলায় রেগে পাঁচফোড়ন গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে চূলা থেকে নামিয়ে নিন। ঠান্ডা হলে হাতে একটু তেল মাখিয়ে গোল গোল করে শেপ দিন। গোল না করেও এমনিতেই খাওয়া যাবে।

  4. 4
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
C Naseem A
C Naseem A @cook_26638784

মন্তব্যগুলি

Similar Recipes

More Recipes