গুলাব জামুন (Gulab jamun recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#DRC1
#Week1
কালীপুজো/ দীপাবলি /ভাইফোঁটা স্পেশাল রেসিপি
এখানে আমি দীপাবলির মিষ্টিমুখ করতে গুলাব জামুন রেসিপিটি বেছে নিয়েছি | এটি করা যত সোজা ,খেতেও বেশ মজাদার | আমি এখানে Gits এর রেডিমেড গুলাব জামুনের উপকরণ দিয়ে অসাধারণ এই মিষ্টিটা তৈরী করেছি | আশা করি সবারই ভালো লাগবে |

গুলাব জামুন (Gulab jamun recipe in Bengali)

#DRC1
#Week1
কালীপুজো/ দীপাবলি /ভাইফোঁটা স্পেশাল রেসিপি
এখানে আমি দীপাবলির মিষ্টিমুখ করতে গুলাব জামুন রেসিপিটি বেছে নিয়েছি | এটি করা যত সোজা ,খেতেও বেশ মজাদার | আমি এখানে Gits এর রেডিমেড গুলাব জামুনের উপকরণ দিয়ে অসাধারণ এই মিষ্টিটা তৈরী করেছি | আশা করি সবারই ভালো লাগবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
১৫-২০জন
  1. ১ প্যাকেট গিটস এর গুলাবজামুন
  2. ৬০০ গ্রাম চিনি
  3. ৬৪০গ্রাম জল
  4. ২-৩ টা ছোট এলাচ
  5. ২ টুকরা পাতিলেবু
  6. ২টি ক্ষীরের সন্দেশ
  7. ৪চা চামচ ঘি
  8. ১/২ কাপ দুধ

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    প্রথমে গুলাবজামুনের পাউডারটা, ২ চা চামচ ঘি ও ১/২ কাপ দুধ দিয়ে মাখতে হবে ৷ দুধটা একটু একটু করে ঢালতে হবে | যতটুকু প্রয়োজন দিতে হবে |

  2. 2

    .এবার তাতে সন্দেশ দুটো মিশাতে হবে | আবার সেটা ভালো মত মিশাতে. হবে|

  3. 3

    এবার সেটি ভালো মত মথে নিতে হবে ৷ হাতে সামান্য ঘি মাখিয়ে মণ্ডটি স্মুথ হলে তা থেকে প্রায় ৪০ টা ছোট বল বানাতে হবে ।

  4. 4

    এবার গ্যাসে কড়াইতে অনেকটা সাদা তেল ও ২ চা চামচ ঘি গরম করে,গ্যাস কমিয়ে ঢিমে আঁচে ওই জামুনবল গুলি কড়া করে ভেজে নিতে হবে |

  5. 5

    অন্য দিকেগ্যাসে আর ১টি সসপ্যানে ৬০০ গ্রাম চিনি,৬৪০ গ্রাম জল দিয়ে রস বানাতে হবে | এলাচ থেঁতো করে দিতে হবে | দুটি স্লাইস লেবুর টুকরা তাতে দিতে হবে, যাতে রস জমে না যায় |

  6. 6

    এবার ভাজা জামুনগুলি গরম রসে.৩o মিনিট রেখে পরিবেশন করলেই রেডি দীপাবলির স্পেশাল রেসিপি |আমি এখানে গোলাপজামুনগুলি সার্ভিসিং বাটিতে ঢেলে., চারপাশে গাঁদা ফুল কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes