ঠেকুয়া (Thekua recipe in Bengali)

titir chowdhury
titir chowdhury @201205titir

ঠেকুয়া (Thekua recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
  1. ১+১/২ কাপ ময়দা
  2. ১/২ কাপ +৪ চা চামচ সুজি
  3. ১/৪ কাপ ঘি
  4. ৩ চা চামচ মৌরি
  5. ১ কাপ চিনি গুঁড়ো
  6. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  7. ৫ চা চামচ কিশমিশ কুচি
  8. পরিমান মতো জল
  9. ৫০০ গ্ৰাম তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে ময়দা,সুজি,চিনি মিশিয়ে নিতে হবে।

  2. 2

    মিশ্রনে ঘি,মৌরি,গোলমরিচ,কিশমিশ দিয়ে ভালো করে ময়ান দিয়ে দিতে হবে।

  3. 3

    মিশ্রন শুকনো অবস্তায় হাতে মুঠো করে মন্ড তৈরি হলে বুঝবেন ময়ান পারফেক্ট হয়েছে‌।অল্প করে জল দিয়ে দিয়ে মেখে হার্ড ডো তৈরি করতে হবে।

  4. 4

    ডো থেকে অল্প মিশ্রন নিয়ে পছন্দ মতন সেপ দিয়ে ঠেকুয়া বানিয়ে রাখতে হবে।

  5. 5

    গরম তেলে লাল করে ভেজে তুলে নিয়ে ঠান্ডা করে কন্টেনারে ভরে রেখে দিতে হবে।

  6. 6

    ভাজার সময় ঠেকুয়া নরম হয়ে গেলেও কোনো ভয় নেই খোলা হাওয়াতে রেখে দিলে ঠেকুয়া হার্ড হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
titir chowdhury
titir chowdhury @201205titir
Cook is the best way which makes me happy always... i just love cook different foods.. Professionally I am a Mechanical Engineer
আরও পড়ুন

Similar Recipes