এঁচড়ের কাটলেট (Echorer cutlet recipe in Bengali)

Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

#DRC2
#week2
জগদ্ধাত্রী পুজো তে আমাদের বাড়িতে নিরামিষ রান্না করা হয়। সেই জন্য আজ একটা নিরামিষ এচরের কাটলেট বানিয়েছি চায়ের সঙ্গে খাবার জন্য।

এঁচড়ের কাটলেট (Echorer cutlet recipe in Bengali)

#DRC2
#week2
জগদ্ধাত্রী পুজো তে আমাদের বাড়িতে নিরামিষ রান্না করা হয়। সেই জন্য আজ একটা নিরামিষ এচরের কাটলেট বানিয়েছি চায়ের সঙ্গে খাবার জন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
  1. ২৫০ গ্রাম এচোঁড়
  2. ১ টা আলু
  3. ১ টেবিল চামচ তেল
  4. ১/২ চা চামচ জিরে
  5. ১ টেবিল চামচ আদা কুচি
  6. ২ টো কাঁচা লঙ্কা কুচি
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ ভাজা জিরে গুঁড়া
  9. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়া
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. ১/২ চা চামচচিনি
  12. ৭-৮ টা কিসমিস
  13. ৮-৯ টা ভাজা চিনি বাদাম
  14. পরিমাণ মতোভাজার জন্য তেল
  15. ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  16. ২ টেবিল চামচ ময়দা
  17. ১/২ কাপ ব্রেড ক্রমস

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে অল্প নুন দিয়ে এচর আর আলু টাকে সেদ্ধ করে নিতে হবে তারপর ঠান্ডা করে ভালো করে মাখতে হবে।

  2. 2

    তারপর কড়াই তে তেল গরম করে জিরে ফোরণ দিয়ে আদা, কাচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে এঁচোড় আলুর মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর তাতে ভাজা জিরে গুঁড়ো,গরম মসলা, হলুদ, নুন, চিনি দিয়ে ভাজতে হবে কিছুক্ষণ । যখন শুকনো শুকনো হয়েযাবে তখন নাবাবার আগে কিসমিস আর চিনে বাদাম টা দিয়ে মিশিয়ে নাবিয়ে ঠান্ডা করে নিতে হবে।

  3. 3

    এবার কর্ণফ্লাওয়ার, ময়দা আর জল দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে রাখতে হবে। তারপর এচোরের মিশ্রণ থেকে অল্প করে নিয়ে কাটলেটের আকারের শেপ দিয়ে, কর্ণফ্লাওয়ার এর ঘোলে ডুবিয়ে ব্রেড ক্রমস মাখিয়ে কাটলেট বানিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর কড়াই তে তেল গরম করে কাটলেট গুলো দিয়ে খুব অল্প আঁচে ভাজতে হবে। যখন দু দিকটাই ভালো করে ভাজা হয়ে যাবে তখন একটা টিসু পেপারের ওপর বার করে নিতে হবে।

  5. 5

    রেডী হয়ে গেল এচোরএর কাটলেট, গরম গরম কাটলেট টমেটো সস বা পুদিনার চাটনি দিয়ে সার্ভ করার জন্য রেডী।

  6. 6
  7. 7
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

Similar Recipes