"চিংড়ি-মটরশুঁটির মালাই পুলি" (Chingri motorshunti malai puli recipe in Bengali)

Shatabdi Dutta
Shatabdi Dutta @cook_18243672

"চিংড়ি-মটরশুঁটির মালাই পুলি" (Chingri motorshunti malai puli recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০গ্ৰামমাঝারি সাইজের চাপড়া চিংড়ি মাছ (লেজ ও মাথা বাদ দেওয়া)
  2. ১/২কাপমটরশুঁটি মাঝারি সাইজের
  3. ৩টেবিল চামচসিদ্ধ পেঁয়াজ বাটা
  4. ১টেবিল চামচআদা বাটা
  5. ১চা চামচরসুন বাটা
  6. ১+১/২টেবিল চামচকাঁচা লঙ্কা বাটা ()
  7. ২টিচেড়া কাঁচা লঙ্কা
  8. ১টেবিল চামচপেঁয়াজ কুচি
  9. ১/৪ চা চামচআদা কুচি
  10. ১/২চা চামচরসুন কুচি
  11. ১চা চামচকাঁচা লঙ্কা কুচি ()
  12. ২টেবিল চামচনারকেল কোরা
  13. ১ বাটিনারকেলের দুধ
  14. ২টেবিল চামচদুধের সরের পেস্ট
  15. ১টেবিল চামচপাতিলেবুর রস
  16. ১/২চা চামচগোলমরিচ গুঁড়ো
  17. পরিমাণ মতোভাজা মশলার গুঁড়ো (১ চা চামচ..ধনে,জিরে ও মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া)
  18. ১/৪চা চামচএলাচ গুঁড়ো
  19. ১চিমটেরোস্টেড জয়িত্রী গুঁড়ো
  20. ১/৪চা চামচসাহি গরম মশলার গুঁড়ো
  21. ২টেবিল চামচকর্ণফ্লাওয়ার
  22. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  23. ৩টেবিল চামচসরষের তেল
  24. ৩টেবিল চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মটরশুঁটি সামান্য নুন দিয়ে ভাঁপিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে।

  2. 2

    চিংড়ি মাছ ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে। এবার ৩০০গ্ৰাম চিংড়ি মাছ থেকে ১৫০গ্ৰাম চিংড়ি মাছ নিয়ে সামান্য নুন, পাতিলেবুর রস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ১০মিনিট ম্যারিনেট করে ডবল বয়েলিং পদ্ধতিতে ১০মিনিট স্টিম করে নিয়ে মিক্সিতে দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে।

  3. 3

    একটি ননস্টিক প্যানে অল্প সরষের তেল ও ঘি মিশিয়ে গরম করে তাতে মটরশুঁটির পেস্ট, চিংড়ি মাছের পেস্ট, আদা বাটা, রসুন বাটা,ভাজা মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, কর্ণফ্লাওয়ার,স্বাদমতো নুন ও সামান্য চিনি দিয়ে হালকা আঁচে সব কিছু ভালো করে মিশিয়ে একটি স্মুথ ডো বা মন্ড বানিয়ে নিতে হবে।

  4. 4

    বাকি ১৫০গ্ৰাম চিংড়ি মাছ ছোট ছোট করে কুচি করে নিয়ে ননস্টিক প্যানে অল্প সরষের তেল ও ঘি মিশিয়ে গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি,রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি,কুচোনো চিংড়ি মাছ,নারকেল কোরা,সাহি গরম মশলার গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি দিয়ে সমস্ত মিশ্রণটা হালকা আঁচে ভালো করে মিশিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে একটি পুর বানিয়ে নিতে হবে।

  5. 5

    এইবার আগে বানিয়ে নেওয়া চিংড়ি- মটরশুঁটির ডো বা মন্ড থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে বাটির আকৃতিতে বানিয়ে তাতে নারকেল-চিংড়ি র পুর ভরে প্রত্যেকটি পুলি বানিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর একটি ননস্টিক প্যানে সরষের তেল ও ঘি মিশিয়ে গরম করে তাতে সামান্য চিনি ফোড়ন দিয়ে চিনি লালচে হয়ে এলে তাতে একে একে সিদ্ধ পেঁয়াজ বাটা,আদা বাটা,রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদমতো নুন দিয়ে সমস্ত মিশ্রণটা হালকা আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার মিশ্রণ থেকে তেল ও ঘি আলাদ হয়ে আসছে। এরপর ঐ কষানো মশলায় নারকেলের দুধ,দুধের সরের পেস্ট,চেড়া কাঁচা লঙ্কা ও চিংড়ি-মটরশুঁটির পুলি দিয়ে হালকা আঁচে ২-৩মিনিট রান্না করে নিয়ে উপর থেকে এলাচের গুঁড়ো ও রোস্টেড জয়িত্রী গুঁড়ো ছড়িয়ে

  7. 7

    এবার গরম গরম সাদা ঝরঝরে ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে রূপে অভিনব ও স্বাদে অনবদ্য "চিংড়ি- মটরশুঁটির মালাই পুলি"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shatabdi Dutta
Shatabdi Dutta @cook_18243672

Similar Recipes