গরমকালে রাতে ভাত, রুটি না খেয়ে হালকা খাওয়ার ইচ্ছে হওয়াতে এই রেসিপি টি বা নিয়েছিলাম। রেসিপি টিতে সবচেয়ে ভালো লাগলো কম মশলা দিয়ে সুস্বাদু অথচ পুষ্টিকর একটি খাবার বানানো গেলো, আর সেটাও উনানের আগুনের ধারে দাড়িয়ে না থেকে। ধন্যবাদ লোপামুদ্রা মুখার্জি কে এই সুন্দর রেসিপি টি উপহার দেওয়ার জন্য।