মাশরুম দো-পেঁয়াজা(mushroom do peyaja recipe in Bengali)

Sangha Mondal
Sangha Mondal @cook_16746475
USA

#পনির /মাশরুম রেসিপি

মাশরুম দো-পেঁয়াজা(mushroom do peyaja recipe in Bengali)

#পনির /মাশরুম রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
5 সারভিংস
  1. ২৫০ গ্রামমাশরুম
  2. ১০০ গ্রামপেঁয়াজ
  3. ৩ টাকাঁচা লঙ্কা
  4. ২টোটমেটো
  5. ১ টেবিল চামচধনে পাতা কুচি
  6. ১ টেবিল চামচতেল
  7. ১ টেবিল চামচবাটার /মাখন
  8. স্বাদ মতলবণ ও চিনি
  9. ১ চিমটি লঙ্কা গুঁড়ো
  10. ১ চিমটিহলুদ গুঁড়ো
  11. ১ চিমটিজিরা গুঁড়ো
  12. ১/২ চা চামচআদা বাটা
  13. ১ চা চামচ রসুন বাটা
  14. ১ চা চামচকসুরি মেথি
  15. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    মাশরুম গুলোকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে তোমার পছন্দ মতো আকার অনুযায়ী. পেঁয়াজ, ক্যাপ্সিকাম ও কেটে নিতে হবে ।

  2. 2

    একটা কড়াইতে তেল গরম করতে হবে। এরপর জিরা দিতে হবে। জিরা ফুটতে শুরু করলে একে একে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, লনকা, গুঁড়া মসলা, টমাটো দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প আঁচে ঢাকনা দিয়ে ৫মিনিট রাখতে হবে।

  3. 3

    যখন মশলা সব গলে গন্ধ বেরতে ‌শুরু করবে তখন কস্তুরি মেথি আর মাশরুম দিয়ে ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট এর জন্যে রান্না করতে হবে।

  4. 4

    অন্যদিকে একটা প্যান নিয়ে বাটার দিয়ে কিছু পেঁয়াজ আর ক্যাপ্সিকাম অল্প বাদামি করে ভেজে তুলে রাখতে হবে।

  5. 5

    কড়াই ঢাকা খুলে পেঁয়াজ আর ক্যাপ্সিকাম দিয়ে রান্না করতে হবে যতক্ষণ সব কিছু ভালো ভাবে মিশছে। ওপরে কিছু ধনে পাতা আর একটু বাটার দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sangha Mondal
Sangha Mondal @cook_16746475
USA

মন্তব্যগুলি

Similar Recipes