Lopamudra Mukherjee
Lopamudra Mukherjee @cook_15931587
অনেক দিন ধরে ইচ্ছে করছিল চিকেনের নতুন কোনো রেসিপি বানানোর। এই রেসিপিটা দেখেই মনে হলো খেতে দারুন হবে। তাই আজ বানিয়ে ফেললাম। আমি এই রেসিপিতে কালো এলাচ, জয়ত্রি আর জায়ফল যোগ করেছি। এই গরমের জন্য রেসিপিটা ভিশন ভালো। হাল্কা, সহজ আর অসম্ভব সুস্বাদু। ধন্যবাদ পারোমিতা দি।