মন চাও সুপ(man chow soup recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

মন চাও সুপ(man chow soup recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
২ জনের জন্যে
  1. ২ টেবিল চামচ গাজর কুচি
  2. ১ টেবিল চামচ বিন্সকুচি
  3. ১ টেবিল চামচ বাঁধা কপি কুচি
  4. ১.৫চা চামচ রসুন কুচি
  5. ১ চা চামচ সয়া সস
  6. ২ চা চামচ ক্যাপসিকো সস
  7. ১ চা চামচ ভিনিগার
  8. ১/৪ চা চামচ চিনি
  9. ১ চা চামচ গোল মরিচ
  10. ২ টেবিল চামচ সেদ্ধ চিকেন কুচি
  11. ৩ কাপ চিকেন স্টক
  12. ১ টেবিল চামচ বাটার /মাখন
  13. ৩ চা চামচ কর্ণফ্লাওয়ার
  14. ৩ টেবিল চামচ সেদ্ধ চাওমিন
  15. ১ কাপ সাদা তেল
  16. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    কড়া তে তেল গরম করে নিতে হবে। তারপর চাওমিন র সাথে ১ চা চামচ কর্ণফ্লাওয়ার মাখিয়ে তেলে দিয়ে মুচ মুচে করে ভেজে নিতে হবে।

  2. 2

    গাজর ও বীনস ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    কড়া তে বাটার দিয়ে রসুন কুচি দিয়ে ভাজতে হবে রসুনের গন্ধ ছাড়লে ভাপানো সবজি ও চিকেন দিয়ে টস করে নিয়ে গোল মরিচ,নুন, চিনি,সোয়া সস ও ক্যাপসিকো সস দিয়ে নেড়ে চিকেন স্টক দিয়ে দিতে হবে।

  4. 4

    ভালো করে ফুটিয়ে নিয়ে কর্ণফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিতে হবে। তারপর ফুটে উঠলেই ভিনিগার দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।

  5. 5

    সুপ এর বাটি তে ঢেলে ওপর থেকে ভেজে রাখা চাওমিন দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes