ঝাল ঝাল কাঁকড়ার কারি (kankra curry recipe in Bengali)

Pritha Mondal
Pritha Mondal @cook_27805076

ঝাল ঝাল কাঁকড়ার কারি (kankra curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50মিনিট
6 সারভিংস
  1. 900 গ্রামকাঁকড়া
  2. পরিমান মতোতেল
  3. 5 টি বড় পেঁয়াজ কুচি
  4. পরিমান মতোধনেপাতা কুচি
  5. 1/2 চা চামচ আদা বাটা
  6. 1 টা বড় রসুন বাটা
  7. স্বাদমতোলঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  9. 1 চা চামচজিড়ে গুঁড়ো
  10. 1 চা চামচধনে গুঁড়ো
  11. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  12. স্বাদমতোলবণ
  13. 1টা বড় আলু ছোটো করে কুচি করা
  14. 2 টিতেজপাতা
  15. 1 চা চামচগোটা জিরে
  16. প্রয়োজন অনুযায়ীটমেটো পেস্ট
  17. স্বাদ মতচিনি

রান্নার নির্দেশ সমূহ

50মিনিট
  1. 1

    প্রথমে কাঁকড়া ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে কাঁকড়া ভেজে নিতে হবে

  3. 3

    এবার কড়াইতে তেল দিয়ে তাতে সামান্য নুন হলুদ মাখিয়ে আলুর টুকরো গুলো ভেজে নিতে হবে

  4. 4

    এবার কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিড়ে ও তেজপাতা দেব। এরপর পিয়াজ,রসুন, আদা বাটা দেব ।

  5. 5

    এরপর হলুদ,লবণ,লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা,ধনে গুঁড়ো,জিড়ে গুঁড়ো, টমেটো পোস্ট, অল্প চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  6. 6

    ভালো করে কষানো হয়ে গেলে ওতে জল দিয়ে দিন। জল ফুটে গেলে ওটা কষানো কাঁকড়া ও আলু গুলো ঢেলে এবার গ্যাস একদম সিম করে রান্না টি করতে হবে। তাহলে মশলা ভালো ভাবে ভেতরে ঢুকে যাবে এবং ভালো সেদ্ধ হবে।

  7. 7

    এবার আস্তে আস্তে জল ফুটে মশলা থেকে তেল বেরিয়ে এলে গরম মশলা বাটা ও ধনেপাতা কুচি দিয়ে দিন। তারপর একটু নাড়াচাড়া করে কাঁকড়া মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।তৈরি হয়ে গেল ঝাল ঝাল কাঁকড়া-র কারী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pritha Mondal
Pritha Mondal @cook_27805076

Similar Recipes