বাঁধাকপির পকোড়া (bandhakopi pakoda recipe in Bengali)

Nilanjana Mitra
Nilanjana Mitra @cook_25526678

বাঁধাকপির পকোড়া (bandhakopi pakoda recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন লোক
  1. ১ টিবাঁধাকপি মাঝারি আকারের
  2. প্রয়োজন মতভাজার জন্য সাদা তেল
  3. স্বাদ অনুসারেনুন
  4. ১/২ কাপধনে পাতা কুচো
  5. ১ চা চামচহলুদ গুঁড়া
  6. ২ চা চামচলাল মরিচ গুঁড়ো ২
  7. ১ টেবিল চামচকাঁচা লঙ্কা কুচো
  8. ৪ কাপবেসন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    বাঁধাকপিটি ছোট ছোট পাতলা টুকরো টুকরো করুন।

  2. 2

    কাটা বাঁধাকপিতে লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো এবং ধনিয়া পাতা দিন। বাঁধাকপিতে সব খুব ভালভাবে মিশিয়ে নিন।

  3. 3

    এবার বাঁধাকপির মিশ্রণে বেসন যোগ করুন এবং হাতে মিশ্রিত করুন এবং ছোট ছোট বল তৈরি করুন।

  4. 4

    এবার একটি কড়াইতে তেল গরম করে নিন এবং কয়েকটি বল একসাথে যোগ করুন এবং এটিকে ভাজা হওয়া অবধি কম আঁচে ভাজুন।

  5. 5

    একবার ভাজা হয়ে তেল ছেকে এগুলি একপাশে রেখে দিন। বাকি বাঁধাকপিও ভাজুন এইভাবে।

  6. 6

    ভাজা হয়ে গেলে আপনার বাঁধাকপির পকোড়া স্নাকস হিসাবে এক কাপ চা বা কফি দিয়ে গরম পরিবেশন করতে প্রস্তুত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nilanjana Mitra
Nilanjana Mitra @cook_25526678

Similar Recipes