বাঁধাকপি ও মুলো শাকের পকোড়া (bandhakopi o mulo saager pakoda recipe in Bengali)

Rupa Pal
Rupa Pal @cook_37135195

#SR
নিজের মতো করে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

বাঁধাকপি ও মুলো শাকের পকোড়া (bandhakopi o mulo saager pakoda recipe in Bengali)

#SR
নিজের মতো করে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৮-১০ মিনিট
২-৪ জন
  1. ১বাটি (বড় ) বাঁধাকপি ও মুলো শাক কুচি
  2. ৮-১০ টি কাঁচা লঙ্কা কুচি
  3. ৫-৬ টেবিল চামচ চালের গুঁড়া
  4. ৫-৬ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  5. ২ টেবিল চামচ চিনি বা মিছরি
  6. স্বাদ মতনুন
  7. ১ চা চামচ হলুদ গুঁড়া
  8. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৮-১০ মিনিট
  1. 1

    একটি পাত্রে বাঁধাকপি ও মুলো শাক কুচি নিতে হবে।তার মধ্যে চালের গুঁড়া, কাঁচা লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার নুন হলুদ চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  2. 2

    তারপর কড়াই এ তেল গরম করে কাই থেকে পকোড়ার আকারে দিয়ে দিন।

  3. 3

    তারপর উল্টে পাল্টে লাল লাল করে পকোড়া গুলো ভেজে নিন

  4. 4

    সস দিয়ে গরম গরম পকোড়া পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupa Pal
Rupa Pal @cook_37135195
রান্না করতে ভালো লাগে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes