বেলের শরবত(beler sharbat recipe in Bengali)

বর্ষা নাগ
বর্ষা নাগ @cook_123456678

বেলের শরবত(beler sharbat recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জন
  1. 1 টা পাকা বেল
  2. স্বাদ মতচিনি
  3. 1 চিমটিনুন অল্প পরিমাণ
  4. 1/2 লিটারজল
  5. 4টেবরফের টুকরো

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    বেলটাকে ভালো করে পরিষ্কার করে একটা ভারি কিছু ভেঙে নিন।

  2. 2

    তারপর একটা চামচের সাহায্যে ভিতরে শাঁস গুলো বার করে নিয়ে একটা পাত্রে রাখুন।

  3. 3

    তারপর ভালো ভাবে চটকে নিন অল্প পরিমাণ জল দিয়ে। অন্য দিন আর একটি পাত্রে ছাঁকনি দিয়ে বেলের শাঁস ছেঁকে নিতে হবে যাতে বেলের বিচি গুলো পরিস্কার হয়ে যায়।

  4. 4

    তারপর একে একে পরিমাণ মতো চিনি ও অল্প পরিমাণ নুন দিয়ে দিন, নুনটা দিলে শরবত টা খেতে খুব ভালো লাগে।

  5. 5

    এরপর জল দিয়ে নুন চিনি মিশিয়ে নিন এবং গ্লাসে বরফ টুকরো দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। ধন্যবাদ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
বর্ষা নাগ
রান্না করতে আমি ভালোবাসি ❤️
আরও পড়ুন

Similar Recipes