রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 150 গ্রামময়দা
  2. 1 টেবিল চামচসাদা তেল
  3. পরিমাণ মতো নুন
  4. পরিমাণ মতো হালকা গরম জল
  5. 200 গ্রামবোনলেস চিকেন
  6. 2 টি বড় সাইজের কুচানো পেঁয়াজ
  7. 1 টা কুচানো গাজর
  8. 1 টা ছোট সাইজের টমেটো টমেটো
  9. 4 চা চামচরসুন পাতা
  10. 2 চা চামচকুচানো রসুন
  11. 1 চা চামচকুচানো আদা
  12. 4-5 টা কুচানো কাঁচা লঙ্কা
  13. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  14. 1 চা চামচসয়া সস
  15. 1 চা চামচবাটার / মাখন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ময়দায়, স্বাদ মতো নুন ও সাদা তেল দিয়ে ময়াম দিয়েছি, তারপর হালকা গরম জল দিয়ে মেখে নিয়ে আধ ঘন্টা ঢেকে রেখে দিয়েছি।

  2. 2

    এবার একটা পাত্রে সেদ্ধ চিকেন, কুচানো সব্জি (পেঁয়াজ,গাজর, রসুন পাতা,কাঁচা লঙ্কা,রসুন,আদা), গোলমরিচ গুঁড়ো ও সয়া সস দিয়ে মেখে নিয়েছি।

  3. 3

    এরপর মাখানো ময়দার লেচি কেটে গোল গোল করে বেলে নিয়েছি ।

  4. 4

    লেচি গুলো আকার দিয়ে তার মধ্যে পুর ভরে রেখে দিয়েছি।

  5. 5

    এরপর একটা পাত্রে জল ফুটতে বসিয়ে দিয়ে তার ওপর ঝাঝড়ি থালা বসিয়ে মোমো গুলো 12 - 13 মিনিট মত অন্য একটা থালা ঢাকা দিয়ে স্টিম করেছি।

  6. 6

    স্টিম হয়ে গেলেই রেডি চিকেন মোমো।

  7. 7

    এরপর একটা পাত্রে 4 কাপ জল ফুটে উঠলে তার মধ্যে কুচানো পেঁয়াজ, কুচানো গাজর, কুচি করা কাঁচা লঙ্কা, কুচানো আদা ও রসুন, কুচানো টমেটো, কুচানো রসুন পাতা, বাটার, গোলমরিচ গুঁড়ো,পরিমাণ মতো নুন, ও চিকেন দিয়ে মাঝারি আঁচে 20 মিনিট মত সেদ্ধ করলেই রেডি চিকেন সুপ। এরপর সুন্দর ভাবে পরিবেশন করলেই রেডি চিকেন মোমো ও চিকেন সুপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

মন্তব্যগুলি

Similar Recipes