স্টিম চিকেন মোমো(steamed chicken momo recipe in Bengali)

sunshine sushmita Das
sunshine sushmita Das @Sushmitacook2020
Lakshmikantapur (South 24 Pgs)

#GA4
#Week8
মোমো একটি অতি জনপ্রিয় চাইনিজ খাবার, তবে এটি এখন ভারতীয়দের ও মন জয় করে নিয়েছে, তাই আমি এই রেসিপি টা সহজ পদ্ধতি তে শেয়ার করলাম

স্টিম চিকেন মোমো(steamed chicken momo recipe in Bengali)

#GA4
#Week8
মোমো একটি অতি জনপ্রিয় চাইনিজ খাবার, তবে এটি এখন ভারতীয়দের ও মন জয় করে নিয়েছে, তাই আমি এই রেসিপি টা সহজ পদ্ধতি তে শেয়ার করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা 30মিনিট
1 জনের জন্য
  1. 1 কাপচিকেন কিমা
  2. 1 কাপ পেঁয়াজ কুচি
  3. 1/2 কাপলঙ্কা কুচি
  4. 2টেবিল চামচ রসুন বাটা
  5. 1টেবিল চামচ আদা বাটা
  6. 1টেবিল চামচ গোলমরিচ গুঁড়া
  7. 2টেবিল চামচ সয়া সস
  8. 1টেবিল চামচ ভিনিগার
  9. স্বাদমতোনুন
  10. প্রয়োজনমতো সাদা তেল
  11. 2 কাপময়দা

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা 30মিনিট
  1. 1

    ময়দা ভালো করে তেল ও এক চিমটে নুন দিয়ে মেখে নিতে হবে ও মোয়েম দিতে হবে, এবার অল্প অল্প জল দিয়ে একটা মন্ড বানিয়ে নিতে হবে ও 30 মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    এদিকে সমস্ত উপকরন জোগার করে একটা বাটিতে চিকেন কিমা, পিঁয়াজ, লঙ্কা কুচি, আদা রসুন বাটা ও স্বাদ মতো নুন দিয়ে মেখে নিতে হবে, এবার সয়া সস ও ভিনিগার দিয়ে ও মিশিয়ে নিতে হবে, রেখে দিতে হবে 30 মিনিট।

  3. 3

    30 মিনিট পর ময়দা মন্ড থেকে লেচি কেটে বড়ো রুটির আকারে বেলে নিতে হবে ।

  4. 4

    এবার একটা কুকি কাটার বা ছোটো বাটি বসিয়ে মোমো কভার বানিয়ে নিতে হবে।

  5. 5

    এবার কভারে পুর ভরে বিভিন্ন আকারের মোমো বানিয়ে নিতে হবে।

  6. 6

    একটা বড়ো পাত্রে জল গরম করতে দিতে হবে ও সামান্য নুন দিতে হবে

  7. 7

    জল যখন টগবগ করে ফুটবে তখন ওর উপড়ে একটা ঝাঝড়ি থালায় রিফাইন তেল লাগিয়ে মোমো গুলো ছেড়ে ছেড়ে বসিয়ে দিতে হবে, এবং 15 থেকে 20 মিনিট মাঝারি আঁচে রাখলে মোমো তৈরি হয়ে যাবে।

  8. 8

    তারপর প্লেটে সাজিয়ে চিকেন স্যুপ বা সস এর সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sunshine sushmita Das
sunshine sushmita Das @Sushmitacook2020
Lakshmikantapur (South 24 Pgs)
I love to cook and eat also (Foodie) ☺
আরও পড়ুন

Similar Recipes